ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
(১)
প্রথম ছবিঃ সার্থক চৌধুরীর আঁকা
অঙ্কনশিল্পীর পরিচিতি
নামঃ সার্থক
চৌধুরী
বয়সঃ ১০
শ্রেনীঃ
চতুর্থ; স্কুলঃ এপিজে
(সল্ট লেক বিভাগ)
|
(২)
এবারের দুর্দান্ত ছবিটি এঁকেছে রুদ্রনাভ
অঙ্কনশিল্পীর পরিচিতি
রুদ্রনাভ
মন্ডল
ক্লাস থ্রি
রানি ইন্দ্রদেবী শিক্ষাসদন,
ঝাড়গ্রাম
|
(৩)
এবারে প্রত্যকের আঁকা ছবি -
অঙ্কনশিল্পীর পরিচিতি
প্রত্যক চক্রবর্তী
ওয়েলকিন ন্যাশনাল স্কুল
৪র্থ শ্রেণী, বারুইপুর, কলকাতা
|
(৪)
সবশেষে অয়ঙ্ক ভৌমিকের আঁকা ছবি। সে এঁকেছে অপু-দুর্গার রেলগাড়ি দেখার ছবি।
অঙ্কনশিল্পীর পরিচিতি
নাম - অয়ঙ্ক
ভৌমিক
বয়স - ৮ বছর ৭ মাস
নব নালন্দা স্কুল, কলকাতা; ৪র্থ শ্রেণী
শখ - ছবি আঁকা, গান গাওয়া ও শোনা এবং নানারকম গল্প শোনা
|
No comments:
Post a Comment