ছড়া-কবিতা:: দশকিয়া - দেবীস্মিতা দেব


দশকিয়া
দেবীস্মিতা দেব

একটা মানুষ একমনেতে
সুর তুলেছে একতারাতে,
দুইটি মানুষ দ্বিপ্রহরে
দিচ্ছে দোহার দুই পাড়াতে।

তিনটে মানুষ বাজায় ত্রিতাল
তেতলার ওই সিঁড়ির ধাপে,
চারটে মানুষ চৌমাথাতে
দিচ্ছে চুমুক চায়ের কাপে।

পাঁচটা মানুষ দেখছে খেলা
হচ্ছে গল্প পাঁচমেশালী,
ছক্কা মারার ছলাকলায়
জনেতেই ব্যস্ত খালি।

সাতজনেতে সপ্তকেতে
সাধছে গলা গাইছে গান,
আটজনেতে অষ্টপ্রহর
আহ্লাদেতে আটটি-খান।

এখন নজন নতুন করে
নবগ্রহের পক্ষে কয়,
দশজনেতে দশমীতে
দশভুজার গাইছে জয়।
_____
অলঙ্করণঃ সুতীর্থ দাশ

No comments:

Post a Comment