ছড়া-কবিতা:: ইষ্টিকুটুম - নূপুর রায়চৌধুরী


ইষ্টিকুটুম
নূপুর রায়চৌধুরী

ইষ্টিকুটুম মিষ্টিকুটুম, আসবে আমার কাছে?
ওই ওখানে নদীর পাড়ে বাঁশের কুটির আছে
কাদামাখা পথের শেষে ছোট্ট ঘাসের বন,
তার ছায়াতেই ঘর বেধেঁছে আমার অবুঝ মন
পেয়ারাডালে কাঠবিড়ালি আড়চোখেতে চায়,
খোকার আগেই লাল ফলটি ভাগে যদি পায়
চড়াইছানা খুঁটছে দানা একমনে বিভোর,
আজকে না হয় হলই দেরি ফিরতে মায়ের ঘর
যষ্টিমধুর আমতলাতে মৌমাছিদের গান,
প্রজাপতির পাখাজুড়ে পরাগরেণুর তান
জোনাকজ্বলা তারার রাতে চাঁদের কোলে ঢল,
এই ক্ষণেতেই আসবে বুঝি স্বপনপরির দল

সূয্যিমামার কিরণ-ধোয়া মনপবনের নাও,
তোমার জন্যে তৈরি জেনো পালটি তুলে দাও
_____
অলঙ্করণঃ রূপশ্রী নাথ

No comments:

Post a Comment