ছড়া-কবিতা:: ম্যাজিক ল্যাম্প - উত্থানপদ বিজলী


ম্যাজিক ল্যাম্প
উত্থানপদ বিজলী

আমার হাতে জাদু-প্রদীপ
সাদা দেখাই কালো,
দিনের বেলা রাতের আঁধার
কোথায় পাবে আলো?

রাতকে দেখাই দিন করে ভাই
তাইতো সূর্য ওঠে,
আসছে ছুটে মিষ্টি হাওয়া
শাপলা-শালুক ফোটে

দেখছ সবাই মাথার ওপর
আকাশ নীলে আঁকা,
বলতে বলতে মেঘ জড়ো হয়
পড়ছে মেঘে ঢাকা

রাতকে আমি দিন করি ভাই
দিনকে করি রাত,
জাদু-প্রদীপ কী না পারে
জানাই সহজ বাত!
_____
অলঙ্করণঃ দ্বৈতা গোস্বামী

No comments:

Post a Comment