দুই মেয়ে
শর্মিষ্ঠা ব্যানার্জী
একটি মেয়ে,
একটি মেয়ে আকাশছোঁয়া অট্টালিকায় থাকে,
ভোরের প্রথম রবির কিরণ মাথায় গায়ে মাখে।
ঘর সাজানো পুতুলখেলায়
উপচে পড়া
সুখ,
তবুও কেন এমন
দুঃখী ও মেয়ে, তোর মুখ?
মেঘ জমেছে বৃষ্টি এল, জলছবি
তোর কাচে,
মেয়েটির আজ ঝাপসা বিকেল, মেঘলা মনে থাকে।
আরেক মেয়ে,
আরেক মেয়ে ফুটপাতের ওই ঝুপড়ি ঘরে থাকে,
কেমন যাপন তার এ জীবন, কেউ কি খবর রাখে?
ভাঙা ঘরের ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখে মেয়ে,
এই জগতে এমন সুখী, কেউ কি তার চেয়ে?
তার স্বপ্নে রাজারানি আর একটু গরম ভাত,
মায়ের বুকের নরম ওমে কাটিয়ে দেওয়া রাত।
বল তো মেয়ে, এমন কেন হয়?
হাজার সুখের মাঝেও সবাই কেন সুখী নয়?
_____
অলঙ্করণঃ সুজাতা
No comments:
Post a Comment