ছড়া-কবিতা:: প্যাঁকো ভূত - জয়তী অধিকারী


প্যাঁকো ভূত
জয়তী অধিকারী

আমাদের এই বাগানটাতে
রয়েছে এক ভূত,
ভূতের মতোই দেখতে তাকে
নেইতো কোন খুঁত

কানদুটো তার কুলোর মতো
মাথায় কদমছাঁট,
কানে গোঁজা ধুতরোর ফুল
তাতেই বেজায় ফাঁট।

চোখ যেন তার আগুন-ভাঁটা
অন্ধকারে জ্বলে,
ল্যাকপ্যাকে দুই পায়ের জোরে
হাওয়ায় ছুটে চলে।

আঙুল তো নয়, তেঁতুলবিছে
ঝুলছে যেন গাছে,
লুকিয়ে রাখে হলদেটে দাঁত
নজর লাগে পাছে।

রাতবিরেতে গাছের ডালে
ভৈরবী সুর ভাঁজে,
মেঘমল্লার গাইতে নারাজ
বৃষ্টিতে যায় ভিজে।

প্যাঁকো নামের এই ভূতকে
দেখতে যদি চাও,
চলে এস পালবাগানে
আর ডিগবাজি খাও।
_____
অলঙ্করণঃ দ্বৈতা গোস্বামী

2 comments:

  1. বেশ মজার তো প্যাঁকো। একদিন যেতে হচ্ছে।

    ReplyDelete