ছড়া-কবিতা:: চিরবিরোধ - সুমি চক্রবর্তী


চিরবিরোধ
সুমি চক্রবর্তী

ঊষার সাথে নিশার বিরোধ 
চিরটাকাল কেন?
সুয্যিমামা দিলেই উঁকি
ঊষা পালায় হেন!
অন্ধকারের সারাজীবন 
আলোর সাথে আড়ি,
ভোর হলে তাই, একছুটে ভাই
গুটোয় সে পাততাড়ি

আরেকজনও আছেন 
তারও মুখ দেখে না রবি,
ভীষণ কালো বিদঘুটে মেঘ
বিচিত্র তার ছবি
আকাশজুড়ে দাপিয়ে বেড়ায়
সুয্যিকে দেয় ঢেকে
মুষলধারে বৃষ্টি নামায়
বাজ হানে কোত্থেকে!

সুয্যিও তাই মুক্তি পেয়ে
ভীষণ রাগে কাঁপে,
সমস্ত জল নেয় শুষে তার
প্রচণ্ড উত্তাপে
এমনি করেই চলতে থাকে
রৌদ্র-মেঘের খেলা,
চলতে থাকে আলো-আঁধার
সকাল-রাত্রিবেলা
_____
অলঙ্করণঃ দ্বৈতা গোস্বামী

2 comments:

  1. খুব মিষ্টি ছড়া :)

    ReplyDelete
  2. অলংকরণ ও খুব ভালো লাগলো :)

    ReplyDelete