ছড়া-কবিতা:: ঘরছাড়া - মধুমিতা ভট্টাচার্য


ঘরছাড়া
মধুমিতা ভট্টাচার্য

দিঘিটা কোথায় হারিয়ে গেছে, আকাশছোঁয়া বাড়ি
দাঁড়িয়ে আছে সেইখানে। তার মাটির সাথে আড়ি
মনখারাপ এক জল-ফড়িঙের, পড়ছে মনে তার
ঢেউ খেলা সেই দিঘির জলে ছিল যে সংসার।
সঙ্গে ছিল মা আর বাবা, ছোট্ট ভাই আর বোনটি
সবাই কোথায় হারিয়ে গেছে, শূন্য ঘাটের কোণটি।
কলমিলতার ডগায় বসে মা শুকোত ডানা,
বাবার তখন পাখনাজোড়া আলোর তানা-বানা।
বোন খেলত হাওয়ার সাথে, ঠিক যেন জলপরি
উড়ন খেলা ছিল ভাইয়ের, জামায় রোদের জরি।
নতুন বাড়ি উঠবে হঠাৎ আসল কত লোকজন,
সিমেন্ট, বালি, চুন, সুরকি জমল ক্রমেই মণ মণ।
ভরল দিঘি দিনে দিনে, উঠল দালানবাড়ি,
জল-ফড়িঙের ঘর হারাল, সব হল ছারখারই।
মা, বাবা, ভাই কোথায় গেল? কোথায় আছে বোনটা?
একলা ফড়িং ভাবছে বসে, গুমরে কাঁদে মনটা।
-----
অলঙ্করণঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment