ছড়া-কবিতা:: একটি বৃষ্টি দিনে - শুভ্রা ভট্টাচার্য


একটি বৃষ্টি দিনে
শুভ্রা ভট্টাচার্য

টুপটুপ বৃষ্টির চুপচুপ কথা
ঘুমঘুম ভাবনারা মনে দেয় ব্যথা
ঠংঠং ঘণ্টারা ডংডং বাজে
রং-ঢং দেখে তার মরে যাই লাজে
শাঁইশাঁই শব্দেরা পাঁইপাঁই ভাগে
আইঢাই পেট নিয়ে ফেটে পড়ে রাগে
ঝমঝম বৃষ্টির গমগম ভাষা
এক কাপ কফি সাথে একরাশ আশা
মড়মড় বাজ পড়ে কড়মড় রবে
মন করে ছটফট, কে জানে কী হবে!
টুংটাং বেল বাজে ঠুংঠাং বলে
দুমদাম ছুটে দেখি দরজাটা খুলে
টিকটিক টিকটিকি ঠিকঠিক কয়
একমুখ হাসি নিয়ে পিজ্জার বয়
_____
অলঙ্করণঃ সুতীর্থ দাশ

1 comment: