ছড়া-কবিতা:: হাট্টিমা টিম ডিম, ননসেন্স কাব্য - মৃন্ময় ঘোষ


হাট্টিমা টিম ডিম
মৃন্ময় ঘোষ

হাট্টিমা টিম টিম
জয়েন করে জিম
ব্যায়াম শেষে ভীষণ খিদে,
বললো অতঃকিম?

পাউরুটিতে জেলি
মাখিয়ে তো বেশ খেলি,
হাঁক দিলি ফের সেদ্ধ করো
তিনটে ঘোড়ার ডিম!!

ভয় পেয়ে তাই ঘোড়া
করলো শুরু ওড়া,
পুচ্ছ দিয়ে আগুন বেরোয়
নাক দিয়ে ইস্টিম।

ঘোড়ার দুটো ছানা
নেইকো তাদের ডানা,
হাট্টিমাকে বললো রেগে
"ব্যাপারটা এক্সট্রিম!!

চেঁচিয়ে এবং হেঁকে
শিঘ্রী আনো ডেকে,
লেংগী দিলে দেখবে চোখে
সর্ষে ফুলের ড্রিম।"

ভয় পেয়ে হাট্টিমা
বললো ঘোড়া মামা
ফেরত এসো, ছানার ভয়ে
হাড় হয়েছে হিম।

সেই থেকে রোজ দিন
ব্যাটা হাট্টিমা টিম টিম,
নিজের খাড়া শিং বাগিয়ে
মাঠে পাড়ে ডিম।

আহা হাট্টিমা টিম টিম
তাদের খাড়া দুটো শিং
_____


ননসেন্স কাব্য
মৃন্ময় ঘোষ

ঈগল পাখীর পুচ্ছে গজায় বাদুড় ছানার ন্যাজ
রাত্রে যে তার ঘুম আসে না, দিনে গা ম্যাজ ম্যাজ
প্রতিকারের উপায় আছে কঠিন মুষ্ঠিযোগ,
কষ্ট বাপু করতে হবে সারতে হলে রোগ
অশ্বডিম্ব রাঁধতে হবে গব্য ঘৃতে ভেজে,
আমলকী রস মিশিয়ে তাতে কষবে রসুন প্যাঁজে
ঘোড়ানিমের আচার আছে তারপিনে চোবানো,
কয়েক চামচ তাও মেশাবে অন্যথা নেই কোনো
এবার এ চীজ খাওয়াও দেখি ইসবগুলের সাথে,
সেরে যাবার সুযোগ আছে, পরদিন প্রভাতে
______
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

5 comments:

  1. দারুন
    ছোটবেলায় পৌছে গেলাম আবার

    ReplyDelete
  2. সুজাতা চ্যাটার্জীকে সুন্দর ছবিগুলির জন্যে ধন্যবাদ :) খুব সুন্দর হয়েছে

    ReplyDelete
  3. দারুন দারুন দারুন

    ReplyDelete
  4. jamon mojar kobita, temni upojukto chhobi. Kobi o shilpi, dujonkei boli,- darun hoyechhe.

    ReplyDelete