ছড়া-কবিতা:: তার ভিতরই হারিয়ে গেলাম - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়


তার ভিতরই হারিয়ে গেলাম
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

পাইন বনের দরজা খোলা,
নীচে একটা নদীর মতো,
হয়ত পাশের গাছগাছালি
জানতে পারে বয়েস কত!

দূরে একটা বসত বাড়ি,
বোঝাই যায়, বরফ থেকে--
বাঁচতে চালটা ঈষৎ ঢালু,
গায়ে প্রাচীন শ্যাওলা মেখে!

অচেনা সব পোকার গানে,
আঙুরলতা ঘুমিয়ে আছে,
সাপের মতো রাস্তা কোথাও
লুকিয়ে রাখা ধারেকাছেই

এই এখানে হঠাৎ বাধা,
পরের বাঁকেই শূন্য লাগে!
একটা পাখি এতটা নীল,
আকাশ নিজেও পায়নি তাকে

কোথাও রুক্ষ পাথর থেকে
জলের ধারা অব্যাহত,
নাম না জানা গাছগাছালি
অবাক হাতে কুড়োই কত!

একটা কোথাও হাওয়ার টানে
ঘন্টা বাজার আওয়াজ পেলাম,
মেঘের টানে রাস্তা খোঁজা,
তার ভিতরই হারিয়ে গেলাম
______

1 comment: