ম্যাজিক পেন্সিল:: ছোটদের কল্পনায় সুপারহিরো

ম্যাজিক পেন্সিল
ছোটদের নিজস্ব বিভাগ
এবারের বিষয়ঃ তোমার কল্পনার সুপারহিরো

এবারে ম্যাজিক পেন্সিল বিভাগ থেকে ছোট্ট বন্ধুদের অনুরোধ করা হয়েছিল - রং পেন্সিল হাতে তুলে নাও, এঁকে ফেলো সেই চরিত্র যে পৃথিবীকে বাঁচাবে। সেই চরিত্রের নাম দাও আর লিখে ফেলো দু চার লাইনে তার কী কী স্পেশাল ক্ষমতা আছে; সে কীভাবে বাঁচাবে পৃথিবীকে।


ছোট্ট বন্ধুরা যা যা পাঠিয়েছে আমাদের, সব পর পর সাজিয়ে দিলাম নিচে -

।। ১ ।।

প্রথম ছবিটি পাঠিয়েছে অদ্রিকা। তার সুপারহিরোর নাম ‘চুটকি’ –




নাম – অদ্রিকা শেঠ
বয়স – ১১ বছর
স্কুল – কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর, হুগলী
হবি - আঁকা

।। ২ ।।

এরপর অয়ঙ্ক-র সুপারহিরো ‘বৃক্ষ মানব’ –



।। ৩ ।।

এবারে প্রত্যক চক্রবর্তীর চরিত্র – ওয়াটার ম্যান বা জলমানব।


আমার চরিত্রের নাম ওয়াটার ম্যান বা জলমানব। সে যদি তার ডান হাত সামনে দেয়, তাহলে তার কব্জি থেকে জলের ফোয়ারা বেরোয়। মাঝে মাঝে সে যখন বাঁ হাত আর ডানহাত জোড়া লাগিয়ে দেয়, সেখান থেকে এক জলের গোলা তৈরি হয়ে যায়। সেই গোলা থেকে ওয়াটার ম্যান নানা অস্ত্র বানাতে পারে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের সময় এই জলমানব সেখানে পৌঁছে যায় এবং অনেক মানুষকে বিপদ থেকে রক্ষা করে।


নাম - প্রত্যক চক্রবর্তী
বয়স - ৮ বছর ৯ মাস, শ্রেণী - তৃতীয়
স্কুল - ওয়েলকিন ন্যাশনাল স্কুল
শখ - কার্টুন আঁকা, কমিক্স লেখা, বিভিন্ন ডাইনোসরের ছবি আঁকা

।। ৪ ।।

তারপর সৃজিত-এর সৃষ্ট সুপারহিরো – ‘মাল্টি’।


আমার চরিত্রের নাম মাল্টি। এর চোখে লেজার, হাতে আগুন। এই চরিত্রের বিশেষ ক্ষমতা হল যে, এ যে কোনও অসম্ভব পরিস্থিতিকে সম্ভব করে দিতে পারে। প্রয়োজনে জল ও আগুনের মধ্যে দিয়েও অনায়াসে হেঁটে যেতে পারে। এই ক্ষমতার সাহায্যে সে যে কোনও রকম প্রাকৃতিক বিপর্যয় থেকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করে।


নাম - সৃজিত সরকার
বয়স – ৮ বছর ১০ মাস, শ্রেণী - তৃতীয়
বিদ্যালয় - ওয়েলকিন ন্যাশানাল স্কুল
শখ - নানারকম ক্র্যাফটের কাজ করা ও ছবি আঁকা, হাস্যকৌতুক পরিবেশন করা।

।। ৫ ।।

এবার পূবালির কল্পনায় ‘পুবি শক্তি’।


নাম - পুবি শক্তি
বিশেষ শক্তিঃ  মাথার আনটেনা বিপদের সময় সিগনাল দেয়! চোখ দিয়ে আগুন বেরোয় বিপদের সংকেত পেলে, মিসাইল ছুড়তে পারে দু দিক দিয়ে, পায়ে যে জুতো তা দিয়ে নিমেষে অনেক দূরত্ব অতিক্রম করা যায়! হাতের ওই হাতিয়ার ছুড়লে যে কেউ অবশ হয়ে যায়! অন্য হাতের ওই সাপের আছে সম্মোহনী ক্ষমতা; যার সামনে ধরবে সে সত্যি কথা বলবে!


নাম - পূবালি ঠাকুর
ক্লাস - অষ্টম শ্রেনী
হবি - গান শোনা

।। ৬ ।।

আসছে কুশের সুপারহিরো ‘স্ল্যাশ’ -


আমার সুপার হিরোর নাম ‘স্ল্যাশ’। স্ল্যাশ আসলে ডাইনোসর ম্যান। মাথা দেখেই বুঝতে পারছ, ও হচ্ছে ট্রাইসেরাটপস ডাইনোসর। স্ল্যাশ চায় না কেউ গাছ কেটে নষ্ট করুক। তাই কেউ গাছ কেটে ফেলছে দেখলেই বেজায় রেগে যায়। ল্যাজে করে তুলে তাকে ফেলে দেয়। চলো, সুপারহিরো স্ল্যাশের মতো আমরাও সকলে গাছ বাঁচাই।


নাম - কুশার্ক মুখোপাধ্যায়
স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিসকভারি, গ্রেড ওয়ান
স্যান অ্যান্টোনিও, টেক্সাস

।। ৭ ।।

বুমবুমের আঁকা ছবিটির চরিত্রের নাম : রেক্সি (ও এক টি রেক্স ডাইনোসর, বুমবুমের বন্ধু)



নাম - বুমবুম (বিতান কুন্ডু)
বয়স - ৪ বছর, ক্লাস - লোয়ার কিন্ডারকার্ডেন (LKG)
স্কুলের নাম - লিটল এলি, ব্যাংগালুরু
কী করতে ভালবাসে -
১. সামুদ্রিক প্রাণী, ডাইনোসর এবং চতুষ্পদ জন্তুদের মডেল নিয়ে খেলা এবং তাদের নিয়ে গল্প বানানো। ২. ফ্যান্টাসি এবং ফেয়ারি টেলস বইয়ের ছবি দেখতে দেখতে গল্প শোনা। ফেভারিট বইঃ থ্রি লিটল পিগস। ৩. ওর বেস্ট ফ্রেন্ড জার্মান শেফার্ড কুকুর ডিংগোর সঙ্গে নানান কান্ডে জড়িয়ে পড়া।

।। ৮ ।।

সবশেষে অরণ্য-র আঁকা সুপারহিরো। এতসব দুরন্ত দুর্ধর্ষ চরিত্রের পর অরণ্যর সৃষ্ট চরিত্রের নাম ‘সাধারণ মানুষ’ বা ‘কমন ম্যান’। তার মতে সাধারণ মানুষই পারবে পৃথিবীকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে। তুমি কী বলো?



নাম – অরণ্য রায়
ক্লাস – সেভেন, ভারতীয় বিদ্যা ভবন
হবি – সিনেমা দেখা, ফুটবল, খেলাধুলো, গল্পের বই পড়া, আঁকা।
_____

3 comments:

  1. দারুণ লাগল সব্বার সুপারহিরোর ছবি ও কনসেপ্ট! এই বিভাগটি আমার খুব প্রিয়। তাই সবার আগে এটা দেখলাম। সবার কাজ খুব ভাল এবং মজাদার হয়েছে।

    ReplyDelete
  2. দারুণ লাগলো সবকটি সুপারহিরো কে। পুচকে গুলোর এই বয়েসে এত সুন্দর কনসেপ্ট দেখে যাস্ট মুগ্ধ হয়ে গেলাম।

    ReplyDelete
  3. এই না হলে সুপারহিরো! অনেক আশীর্বাদ আর ভালোবাসা রইল খুদে শিল্পীদের জন্য।

    ReplyDelete