ম্যাজিক ল্যাম্পের এই সংখ্যার দলবল এবং লেখক পরিচিতি
দ্বিতীয় বর্ষ।। প্রথম সংখ্যা।। শারদীয় ২০১৬।।
যারা প্রথম থেকে পাশে ছিলেন
অনন্যা দাশ
বাংলা শিশু-কিশোর সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম। ছেলেবেলা কেটেছে জয়পুর শহরে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নিবাসী এবং পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ইংরাজি ও হিন্দি ভাষায় সৃজনশীল রচনার সঙ্গে বাংলা থেকে অনুবাদও করেন। ‘ইন্দ্রজালের নেপথ্যে’, ‘মার্কিন মুলুকে নিরুদ্দেশ’, ‘রুজভেল্টের পাণ্ডুলিপি’, ‘ফুলের দেশের বিভীষিকা’, ‘হিরের চেয়ে দামি’, ‘মৎসকন্যার অভিশাপ’, ত্রি-তীর্থঙ্করের অন্তর্ধান’, ‘উত্তরাধিকার এবং’ তাঁর বিখ্যাত কিছু বই। একমাত্র ‘উত্তরাধিকার এবং’ প্রাপ্তবয়স্কদের জন্য প্রকাশিত। ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা।
| |
অভিজ্ঞান রায় চৌধুরী
লেখক-এর সম্পর্কে আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। লেখালেখির শুরু ১৯৯৪ থেকে। লেখার বিষয় প্রধানত বিজ্ঞান, কল্পবিজ্ঞান এবং রহস্য হলেও কিশোর সাহিত্যের অন্যান্য ধারাতেও সমান স্বচ্ছন্দ এবং জনপ্রিয়। বই - ‘মাঝে মাত্র চব্বিশ দিন’, ‘নিয়ম যখন ভাঙ্গে’, ‘সংকেত রহস্য’, ‘রহস্য যখন ডারউইন’, ‘ভৌতিক অলৌকিক’ ও অন্যান্য। বর্তমানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত এবং সেই সুত্রে ব্রিটেনের ওয়েলস-এ প্রবাসী। ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা।
| |
দেবজ্যোতি ভট্টাচার্য
জয়ঢাক ও tambourine নামে ছোটোদের দুটো ওয়েবপত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৯৫ সালে গুয়াহাটিতে খবরের কাগজে লেখা শুরু। বড়ো-ছোটো বিভিন্ন পত্রিকায় সেই থেকে নিয়মিত লিখেছেন ও লিখছেন।
প্রকাশিত বই – ইলাটিন বিলাটিন (ছড়া), কল্পলোকের গল্পকথা (ছড়া), বনপাহাড়ি গল্পগাথা (লোকগল্প), ঈশ্বরী (গল্পগ্রন্থ), ঠগির আত্মকথা (অনুবাদ), দোর্দোবুরুর বাক্স (উপন্যাস), ইচ্ছেপলাশ (উপন্যাস), গভীর উত্তর সরণীতে (বাশো মাৎসুওর ভ্রমণকাব্যের অনুবাদ)। ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা।
| |
অমিতাভ প্রামাণিক
ব্যাঙ্গালোর নিবাসী বিশিষ্ট বিজ্ঞানী এবং বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। ছড়া লেখায় তাঁর জুড়ি মেলা ভার, এছাড়াও অন্যান্য লেখালেখিতেও অনায়াস। ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা এবং বিজ্ঞান বিভাগের বিভাগীয় সম্পাদক।
|
ম্যাজিক ল্যাম্পের ম্যাজিশিয়ানরা
দ্বৈতা হাজরা গোস্বামী
ম্যাজিক ল্যাম্পের সম্পাদিকা। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত এবং বৈদিক সাহিত্য নিয়ে পড়াশোনার পরে বর্তমানে ব্যাঙ্গালোরের জৈন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র সংঘের পরিবেশ মূলক নীতি বিষয়ে গবেষনায় রত, এবং জৈন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপিকা হিসেবে নিযুক্ত। কবিতা প্রথম ভালবাসা। এছাড়াও ছবি আঁকতে, আবৃত্তি করতে, এবং ছোটদের সাথে সময় কাটাতে ভালবাসেন। প্রথম বই ১৪টি ছোট গল্পের সংকলন “সাত আকাশের ওপারে”। কিশোর ভারতী, আনন্দমেলা, রংবেরং, কিচিরমিচির, ইচ্ছামতি-তে কবিতা, প্রবন্ধ, গল্প ইত্যাদি লেখালিখি করেন, এছাড়াও নিয়মিত জয়ঢাক পত্রিকায় গল্প পাঠ করেন। দ্বৈতা ম্যাজিক ল্যাম্প-এর ছড়া-কবিতা বিভাগটি দেখছেন। ম্যাজিক ল্যাম্পের মস্তিষ্ক দ্বৈতা।
| |
সহেলী চট্টোপাধ্যায়
সহেলী ম্যাজিক ল্যাম্পের সহ-সম্পাদিকা। উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ার বাসিন্দা। শখ বই পড়া আর মাঝে মাঝে এক আধটা গল্প লেখা। ম্যাজিক ল্যাম্পের মেরুদন্ড হিসেবে যারা আছেন তাদের মধ্যে অন্যতম।
| |
তন্ময় বিশ্বাস
ম্যাজিক ল্যাম্প পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আসানসোলের বাসিন্দা তন্ময় ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র। শখ হল বই পড়া, লেখালেখি আর ছবি আঁকা। প্রশিক্ষণ না নিলেও তন্ময়ের আঁকার হাত বেশ ভালোই। ওর বেশ কিছু গল্প এবং ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। একাধিক বিভাগে তন্ময় ম্যাজিক ল্যাম্পের পাশে থেকেছে।
| |
তাপস মৌলিক
নিবাস উত্তরপাড়া, পেশায় ইঞ্জিনিয়ার, তাপস মৌলিক ছোটোদের জন্য লিখছেন গত কয়েক বছর। জনপ্রিয় বিভিন্ন ওয়েব পত্রিকা ও কাগুজে পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন তিনি। প্রকাশিত কিশোর গল্প-সংকলন “দাম সিং”। লেখালিখির পাশাপাশি গানবাজনা এবং ভ্রমণে সমান উৎসাহী। ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম উপদেষ্টা এবং ওয়েব ডিজাইনার।
| |
শ্রেয়সী চক্রবর্তী (এলোমেলো রোদ্দুর)
এই নামটি আসলে তাঁর বদনাম; তাঁর ভালো নামটি হল ‘এলোমেলো রোদ্দুর’! বই আর প্রকৃতিকে অসম্ভব ভালোবেসে এই পৃথিবীর বুকে খামখেয়ালি পছন্দসই জীবন কাটানোই তাঁর একমাত্র লক্ষ্য। আর হ্যাঁ গাছপালা থেকে কীটপতঙ্গ, ফড়িং থেকে বাঘ – সব কিছুর-ই সংরক্ষণের প্রবল পক্ষে এঁর অবস্থান।
| |
মহুয়া ব্যানার্জী
শিকাগো-তে থাকেন। হাউস ওয়াইফ, সখ – ভ্রমণ (ট্রাভেল), ছবি তোলা। রান্না আর হাতের কাজেও (ক্রাফট) সখ আছে। এছাড়াও গান শুনতে ,বই পড়তে আর গিটার বাজাতে ভালো লাগে। আমাদের ম্যাজিক ল্যাম্প পরিবারের চটপট চেটেপুটে বিভাগটি দেখছেন।
| |
অঙ্কিতা দাস
জন্ম বিখ্যাত আমের জেলা মালদায়। স্কুল জীবন কেটেছে মালদা শহরেই। Lady Brabourne কলেজ থকে ইতিহাসে স্নাতক ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সংসারের কাজের ফাঁকে হাতের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। ছোটদের জন্য বিভিন্ন ধরণের ক্রাফ্ট বানাতে এবং শেখাতে ভালবাসেন। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে বাস করেন। ম্যাজিক ল্যাম্পের হাওয়াকল বিভাগএর দায়িত্বে আছেন।
| |
রাখী নাথ (কর্মকার)
ইংরেজীতে স্নাতকোত্তর, স্কুল শিক্ষিকা। স্বামীর কর্মসূত্রে বর্তমানে পেনসিলভ্যানিয়া, ইউ এস এর বাসিন্দা। নেহরু চিল্ড্রেন’স মিউজিয়ামের একসময়ের ক্রিয়েটিভ ডিপার্টেমেন্টের টিচার – ছবি আঁকার শখ যার জন্মগত। এছাড়াও ভালো লাগে ঘুরে বেড়াতে, প্রাকৃতিক সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দী করতে, সৃজনশীল লেখালেখিতে নিজেকে হারিয়ে ফেলতে। ‘সানন্দা’, ‘এই সময়’, ‘আনন্দবাজার’, ‘ফেমিনা’, ‘উনিশ কুড়ি’, ‘ভ্রমণ’, ‘সংবাদ প্রতিদিন’, ‘উত্তরবঙ্গ সংবাদ’, ‘গৃহশোভা’, ‘কিশোর ভারতী’ ইত্যাদি নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার লেখা। ম্যাজিক ল্যাম্প পরিবারের ভ্রমণ বিভাগটি দেখছেন।
| |
ঋজু গাঙ্গুলি
চাকরির সূত্রে প্রবাসী বাঙালি। বই পড়তে এবং সিনেমা দেখতে ভীষণ ভালোবাসেন। ম্যাজিক ল্যাম্পের বায়োস্কোপ বিভাগটি দেখছেন। রিভিউ বিষয়ে মতামত দিতে এবং যে কোনও প্রশ্ন করতে মন চাইলে ওনাকে পাবেন এই ই-মেইলে: dpshqgj@gmail.com
| |
রুদ্র সেন
কলকাতার বাসিন্দা। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। নেশা বই পড়া এবং ইতিহাস চর্চা। বিভিন্ন পত্রিকায় এবং ওয়েবজিনে রুদ্র’র লেখা নিয়মিত প্রকাশিত হয়। ম্যাজিক ল্যাম্পের ইতিহাস বিভাগটি সহেলীর সাথে যুগ্মভাবে দেখছেন।
|
রাজীব কুমার সাহা
ত্রিপুরার মন্দিরনগরী উদয়পুরে জন্ম। বেড়ে ওঠা এবং স্থিতি গোমতী জেলার কাকড়াবনে। পেশায় একজন ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউটর। নেশা, বই পড়া, সিনেমা দেখা আর কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া। বিভিন্ন পত্র পত্রিকায় অনেকদিন ধরেই লেখালেখি করছেন। ম্যাজিক ল্যাম্পের খেলাধুলোর বিভাগ ‘অপরাজিত’-র দায়িত্বে আছেন।
|
আঁকিবুকি বিভাগের সদস্যরা
সুতীর্থ দাশ
পেশায় মিডিয়ার সঙ্গে যুক্ত এবং এফ এম রেডিও'তে ক্রিয়েটিভ ডিরেক্টর পদে কর্মরত। মেরুবিভক্ত বাঙ্গালী সমাজে একটি করে মেরু ছুঁয়ে জীবন পালন। মোহনবাগানী অথচ ‘বাঙাল’, ব্রাজিল সমর্থক এবং দক্ষিণ কলকাতার নিবাসী। রাজনৈতিক ভাবে প্রবল সচেতন তবে রাজনৈতিক মেরুকরণে নিজ মতাদর্শ প্রকাশে অনিচ্ছুক। কলকাতার সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়’এর স্নাতক এবং কার্টুন আঁকা নেশা।
| |
সিদ্ধার্থ চট্টোপাধ্যায়
কার্টুনিস্ট, অ্যানিমেটার, গ্রাফিক নভেল আর্টিস্ট, লেখক। প্রকাশিত গ্রাফিক নভেল আনন্দ পাবলিশার্স থেকে চাঁদের পাহাড়। অ্যানিমেশন রবীন্দ্রনাথের ‘শিশু’। প্রাক্তন কার্টুনিস্ট – অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, ইকনমিক টাইমস। বর্তমানে টাটা ইন্টারঅ্যাকটিভ সিস্টেমে কর্মরত।
| |
চিরঞ্জিৎ সামন্ত
জন্ম ১৯৮৪, পেশায় চিকিৎসক। চিত্রশিল্পী, কার্টুনিস্ট, ইলাস্ট্রেটর। কলকাতার বিখ্যাত কার্টুনিস্টদের নিয়ে তৈরি কার্টুনদলের সদস্য। কার্টুনদলের সাথে একাধিক প্রদর্শনী ও কর্মশালায় অংশগ্রহণ। বিভিন্ন প্রকাশনার বহুবিধ গ্রন্থের প্রচ্ছদ, অলংকরণ ও নামাঙ্কন করেছেন। লেখালিখির সাথে যুক্ত। মূলত কবিতা। একাধিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে কবিতা ও গদ্য।
| |
স্যমন্তক চট্টোপাধ্যায়
জন্মঃ ১৯৯৪, বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অর্থনীতি নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। পড়াশুনোর পাশাপাশি শখ ছবি আঁকা, খেলাধুলো, লেখালেখি, ও দেশী বিদেশী রকমারি গল্পের বই পড়া। কিশোর ভারতী, সন্দেশ, কাকলি, কমিক্স ও গ্রাফিক্স-এর মতো পত্রিকায় এ যাবৎ প্রকাশিত হয়েছে বেশ কিছু গল্প ও প্রবন্ধ।
| |
সুমিত রায়
নিবাস বসিরহাট, উত্তর ২৪ পরগনা। বি এস সি। ছবি সেলফ টট, চাকরি বছর দশ-বারো (হার্ডওয়ার, টিচিং, এনিমেশন, প্যাকেজিং ডিজাইন); ফ্রিল্যান্স ২০১০ থেকে। শিশু-কিশোর বই, ম্যাগাজিন সংগ্রাহক।
| |
নচিকেতা মাহাত
বাড়ি বেলপাহাড়ীর এক ছোট্টো গ্রামে। বর্তমানে ঝাড়গ্রামের বাসিন্দা। ৩ বছর বয়সে আঁকার স্কুলে ভর্তি শিলদাতে। পড়াশুনোর হাতেখড়ির আগেই আঁকাতে হাতেখড়ি হয়। এখন ফিজিক্সে অনার্স, এটা প্রথম বর্ষ। জয়ঢাক অনলাইন ম্যাগাজিনে প্রথম কমিকস প্রকাশিত। এখন বিভিন্ন পত্রিকায় নিয়মিত কমিকস প্রকাশিত হয়। বিভিন্ন পত্রিকায় ছোটোগল্প এবং কবিতাও লেখে নচিকেতা। বেড়াতে ভালোবাসে।
| |
পুষ্পেন মণ্ডল
(জন্ম – ১৯৭৯) বাসস্থান – বজবজ। পেশায় ফ্যাশান ডিজাইনার। স্কুল জীবনে গল্প লেখার হাতে খড়ি। ২০০২ ও ২০০৩ সালে ‘রবিবাসর’ লিটল ম্যাগাজিন আয়োজিত গল্প প্রতিযোগিতায় দুবার প্রথম পুরস্কার ও ২০১৪ ‘জয়ঢাক’ গল্প প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পেয়েছেন। মূলত ছোটদের জন্য রোমাঞ্চকর গল্প লেখেন। বিভিন্ন শিশুকিশোর পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। হবি ছবি আঁকা ও কবিতা পড়া।
| |
তন্ময় বিশ্বাস
ম্যাজিক ল্যাম্প পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আসানসোলের বাসিন্দা তন্ময় ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র। শখ হল বই পড়া, লেখালেখি আর ছবি আঁকা। প্রশিক্ষণ না নিলেও তন্ময়ের আঁকার হাত বেশ ভালোই। ওর বেশ কিছু গল্প এবং ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। একাধিক বিভাগে তন্ময় ম্যাজিক ল্যাম্পের পাশে থেকেছে।
| |
সুজাতা চ্যাটার্জী
ছোটবেলা কেটেছে এলাহাবাদে। তারপর কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ ও বেথুন কলেজে গণিত নিয়ে BSc ও MSc। পেশায় গণিত শিক্ষিকা হলেও, অঙ্ক করার সাথে সাথে ভীষণ রকম ভালো লাগে নাচ, গান, ছবি আঁকা, কবিতা লেখা ও নানা ধরনের হাতের কাজ করতে। বর্তমানে স্বামীর কর্মসূত্রে ব্রাসেল্স, বেলজিয়ম-এর বাসিন্দা এবং নিজের দেড় বছরের মেয়ের সাথে শৈশবটাকে নতুন করে খুঁজে নিতে ব্যস্ত।
| |
সপ্তর্ষি চ্যাটার্জী
নদীয়ার কল্যাণীর বাসিন্দা, জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। পেশায় আমডাঙ্গা হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। নেশা বহুমুখী। ছবি আঁকতে ভালবাসেন, বিশেষত কার্টুন ও পোর্ট্রেট, কিছু পত্রপত্রিকায় অলঙ্করণের দায়িত্ব সামলেছেন। ছোটবেলা থেকে আবৃত্তির অভ্যাস পরে কবিতাপ্রেমে রূপ নিয়েছে। কিশোর ভারতী সহ একাধিক পত্রপত্রিকা এবং অনলাইন ম্যাগে প্রকাশিত হয়েছে বেশ কিছু কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ। গান শুনতে এবং খোলা গলায় গাইতে, প্রকৃতির সাথে একাত্ম হয়ে ঘুরতে এবং দুর্লভ দৃশ্যকে লেন্সবন্দী করতেও ভালবাসেন খুব।
| |
ত্রিপর্ণা মাইতি
ত্রিপর্ণার পড়াশোনা সেন্ট জেভিয়ার্স কলেজে। মাল্টিমিডিয়াতে স্নাতক। ছোটোদের বইয়ের প্রচ্ছদ আঁকতে চায় ত্রিপর্ণা। ছোটোদের মনের কল্পনার জগতটাকে সাজিয়ে তুলতে চায় ছবি দিয়ে। এ ছাড়া ত্রিপর্ণা একজন টু ডি অ্যানিমেটার। সিনেমা দেখতে ও ফিল্ম স্টাডি করতে ভালোবাসে।
| |
পম্পা প্রধান
উত্তর চব্বিশ পরগণার বারাকপুরে তাঁর জন্ম ও বেড়ে ওঠা, বিজ্ঞান নিয়ে পড়াশোনা। খুব ছোটোবেলা থেকেই রঙ ও রেখার প্রতি প্রবল অনুরাগ, সাথে সুরের নেশা। কর্মজীবন শুরু বহুজাতিক সংস্থায় চাকরী দিয়ে। ছবি ও গানের প্রতি চূড়ান্ত প্যাশন পরবর্তীকালে শিল্পসাধনায় সম্পূর্ণভাবে নিমগ্ন হতে তাকে প্রভাবিত করে। ছবি আঁকার কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রী ছাড়াই আজ স্বশিক্ষিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রকৃতি, সাহিত্য এবং রেনেসাঁ যুগের আর্ট মাস্টার্সরা তাঁর ছবি আঁকার প্রধান অনুপ্রেরণা। তিনি একজন রিয়ালিস্টিক পেইন্টার, তাই তার প্রতিটি ছবিতে রিয়ালিজমের নৈপুণ্য ও ধৈর্যশীলতা ধরা পড়ে। কোলকাতার বিভিন্ন আর্ট গ্যালারিতে একাধিকবার তাঁর পোর্ট্রেট সহ অন্যান্য পেইন্টিং বহু গুণীজন দ্বারা সমাদৃত ও প্রশংসিত হয়েছে, দেশ ও দেশের বাইরেও তার ক্যানভাসের ক্রেতা তৈরি হয়েছে। বিভিন্ন দৈনিক সহ, একাধিক প্রকাশনালয় থেকে তার আঁকা ছবির বই, প্রচ্ছদ ও ইলাস্ট্রেশন প্রকাশিত হয়েছে। ছবি আঁকা ছাড়াও সংগীত শিল্পী হিসেবেও পেশাগতভাবে সুখ্যাতি অর্জন করেছেন তিনি। এছাড়াও তিনি 'সৃজন আর্ট অ্যান্ড মিউজিক অ্যাকাডেমি'-র কর্ণধার, প্রতিষ্ঠাত্রী এবং শিক্ষিকা, যেখানে শতাধিক ছাত্রছাত্রীকে তিনি রঙ, রেখা ও সুরের আলোয় নিরন্তরভাবে আলোকিত করে চলেছেন।
| |
দ্বৈতা হাজরা গোস্বামী
ম্যাজিক ল্যাম্পের সম্পাদিকা। কর্মসূত্রে ব্যাঙ্গালোরের বাসিন্দা। বেশ কিছু পত্রিকায় দ্বৈতার কবিতা এবং ছোটগল্প প্রকাশিত হয়েছে। দ্বৈতা নিজে একজন অলংকরণ শিল্পীও । ম্যাজিক ল্যাম্পের মস্তিষ্ক দ্বৈতা।
|
অদ্রিজা ঘোষ
অদ্রিজা ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসে। ছাত্রজীবন কেটেছে ইংরেজি পড়ে। গল্প পড়ে ছবি আঁকতে তার খুব ভালো লাগে । তাই
ম্যাজিক ল্যাম্পে ছবি আঁকতে গিয়ে সেই ছোটবেলার আনন্দের স্মৃতিই তার কাছে ফিরে
এসেছে।
|
কমিকস বিভাগের লেখক-শিল্পীদের পরিচিতি
নচিকেতা মাহাত
বাড়ি বেলপাহাড়ীর এক ছোট্টো
গ্রামে। বর্তমানে ঝাড়গ্রামের
বাসিন্দা।
৩ বছর বয়সে আঁকার স্কুলে ভর্তি শিলদাতে। পড়াশুনোর হাতেখড়ির আগেই আঁকাতে হাতেখড়ি
হয়।
এখন ফিজিক্সে অনার্স, এটা প্রথম বর্ষ। জয়ঢাক অনলাইন ম্যাগাজিনে প্রথম কমিকস
প্রকাশিত। এখন
বিভিন্ন পত্রিকায় নিয়মিত কমিকস প্রকাশিত হয়। বিভিন্ন পত্রিকায় ছোটোগল্প এবং কবিতাও লেখে
নচিকেতা। বেড়াতে ভালোবাসে।
|
|
দেবসেনাপতি নন্দী
জন্ম ১৬ই নভেম্বর, ১৯৯৮, কলাবিভাগের
ছাত্র। বর্তমানে লেখালিখি, গ্রাফিক নভেলের কাহিনী ও
চিত্রনাট্য লেখা, কবিতা, গান লেখা, সুর করা, নাটক
পরিচালনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত।
|
|
ঋতম মুখোপাধ্যায়
জন্ম ২০০০। বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র, শখ
আঁকাআঁকি,
মূলতঃ কার্টুন ও কমিকস ইলাস্ট্রেশন করতে ভালবাসে। শিল্পী
হাওড়া,
বালির বাসিন্দা।
|
|
ডাঃ সায়ন
পাল
ডাঃ সায়ন পাল পেশায়
চিকিৎসক, নেশায় শিল্পী। বাঁকুড়া শহরের
অধিবাসী, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল
কলেজ থেকে ডাক্তারি পাশ করে কিছুদিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মেডিক্যাল অফিসার
হিসেবে কাজ করেছেন। আপাতত স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি
নিচ্ছেন। সঙ্গে
চলছে কমিকস-এর চর্চা। কিশোর ভারতীতে কমিকস আঁকেন। এছাড়া বেশ কিছু লিটল
ম্যাগাজিনে কবিতা ও ছোট গল্প লিখেছেন।
|
লেখক
পরিচিতি
যাঁরা এই প্রথম ম্যাজিক ল্যাম্পে লিখলেন
দীপক দাস
হাওড়ার নরসিংহ দত্ত কলেজ
থেকে বাংলায় স্নাতক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। হাওড়া জেলার
পাক্ষিক সংবাদপত্র ‘যুগের খবর’-এ সাংবাদিকতার হাতেখড়ি। বর্তমানে পেশা সাংবাদিকতা।
এক
কোচিং সেন্টারের পত্রিকায় প্রথম গল্প প্রকাশ। বিভিন্ন পত্রিকায় রম্যরচনা এবং হাসির গল্প প্রকাশিত।
‘তথ্যকেন্দ্র’, ‘উত্তরবঙ্গ সংবাদ’, ‘আনন্দবাজার পত্রিকা’, ‘কথাসাহিত্য’-এ গল্প
প্রকাশিত। ‘পরম্পরা’-সহ বেশ কিছু লিটল ম্যাগাজিনে গল্প প্রকাশিত। ন্যাশনাল বুক
ট্রাস্ট থেকে প্রকাশিত অমর মিত্রের সম্পাদনায় ‘নবলেখন বাংলা গল্প সংকলন’-এ একটি
গল্প স্থান পেয়েছে। কবিতীর্থ
থেকে প্রকাশিত ‘সাহিত্য ও চলচ্চিত্র: বন্ধুতার আনাচ কানাচ’-এ সিনেমা সংক্রান্ত
প্রবন্ধ সংকলিত।
ছোটদের
জন্য ‘আনন্দমেলা’, ‘শুকতারা’, ‘কিশোর ভারতী’, ‘চির সবুজ লেখা’, ‘উত্তরবঙ্গ
সংবাদ’-এ গল্প প্রকাশিত। লিটল ম্যাগাজিন ‘যুগশিশু’ এবং ওয়েব ম্যাগাজিন ‘জয়ঢাক’-এ
একাধিক গল্প প্রকাশিত হয়েছে।
ইন্দিরা মুখোপাধ্যায়
কেমিস্ট্রিতে মাস্টার্স। সাহিত্যচর্চায়
ব্রতী। নিজের ব্লগ সোনার তরী থেকে প্রকাশিত প্যাপিরাস ই পত্রিকার সম্পাদক। প্রথম
উপন্যাস ‘কলাবতী কথা’ সানন্দা পুজোসংখ্যায় প্রকাশিত। এছাড়া দেশ, আনন্দমেলা সহ
বিভিন্ন কাগুজে ও ই পত্রিকায় একাধিক ছোটোগল্প ও ভ্রমণ কাহিনী প্রকাশিত। প্রকাশিত
বই চারটি।
জয়দীপ চক্রবর্তী
সাম্প্রতিক বাংলা শিশু-কিশোর
সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম। আনন্দমেলা, কিশোরভারতী সহ বিভিন্ন বাণিজ্যিক এবং
অবাণিজ্যিক পত্র-পত্রিকায় শিশু- কিশোরদের জন্য নিয়মিত গল্প উপন্যাস লিখছেন।
ইতিমধ্যে ছোটোদের জন্য মোট ছ’টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি বড়দের জন্যও লেখা
গল্প, প্রবন্ধ, কবিতা প্রকাশিত হয় নিয়মিত।
বড়দের গল্পগ্রন্থ এবং কয়েকটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে।
শোভন নস্কর
লিখতে ভালোবাসেন। ছবি আঁকা আর কুইজ করা নেশা।
সম্বিতা দত্ত
লেখালেখি ছাড়াও গান করা এবং ছবি আঁকার মধ্যে
মনের আনন্দ খুঁজে পান। বিভিন্ন ই ম্যাগাজিন এবং লিটিল ম্যাগাজিনের নিয়মিত লেখা
প্রকাশিত হয়।
বাবুসোনা বোস
লেখক জগতে বুম বোস নামেই পরিচিত।
অদ্ভুতুড়ে পত্রিকার সম্পাদনার পাশাপাশি একাধিক ছোট পত্রিকায় অক্লান্ত লিখে চলেছেন।
তরুণ এই লেখক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাহিত্যগ্রুপে পরিচিত ও পছন্দের একটি নাম।
কৃষ্ণেন্দু দেব
পেশায় শিক্ষক। পড়াশোনা করেছেন প্রাণীবিদ্যা নিয়ে।
শিক্ষকতায় আসার আগেই স্থানীয় একটি পত্রিকায় রম্য রচনা দিয়ে লেখালেখির শুরু। ২০১০
সালে কিশোরদের জন্য লেখা প্রথম উপন্যাস প্রকাশিত হয় আনন্দমেলায়, কভার স্টোরি
হিসাবে। তারপর আরও তিনটি ছোটোগল্প ছাপা হয় ঐ পত্রিকায়। এরপর আলোর ফুলকি,
টাপুরটুপুর, আমপাতা জামপাতা ইত্যাদি নানা শিশুকিশোর পত্রিকায় ওঁর বহু গল্প ছাপা
হয়েছে। সম্প্রতি সন্দেশ-এ প্রকাশিত হয়েছে উপন্যাস। পরবর্তীকালে কিশোরদের পাশাপাশি
বড়োদের জন্যও গল্প ও উপন্যাস লেখা শুরু। উনিশকুড়ি, দেশ, সুখী গৃহকোণ, পরিকথা,
সৃষ্টির একুশশতক ইত্যাদি নানা পত্র-পত্রিকায় লেখকের অনেক কাহিনি প্রকাশ পেয়েছে।
লেখকের প্রথম বই
অ্যাডভেঞ্চারের আড়ালে, প্রকাশিত হয়েছিল একুশ শতক থেকে ২০১৫, কলকাতা পুস্তক মেলায়।
খুব শীঘ্রই শিশুসাহিত্য সংসদ প্রকাশ করতে চলেছে কৃষ্ণেন্দু দেবের আটটি কিশোর
গল্পের একটি সংকলন। আর একটি প্রকাশনা বের করতে চলেছে ওঁর তিনটি কিশোর উপন্যাসের
একটি সংকলনও।
সমুদ্র বসু
বাংলা শিশু কিশোর সাহিত্যের গবেষক, সংগ্রাহক, সমালোচক
ও নিবন্ধকার। বর্তমান সময়ের বেশির ভাগ উল্লেখযোগ্য শিশু কিশোর পত্রিকায় নিয়মিত
লেখেন।
সৈকত মুখোপাধ্যায়
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে
স্নাতকোত্তর ডিগ্রি। কর্মজীবনে পশ্চিমবঙ্গ বাণিজ্য কর দফতরের আধিকারিক। ২০০৬ সালে
আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয় বিভাগে প্রথম গল্প প্রকাশিত হয়। অল্প সময়ের মধ্যেই
কিশোর-সাহিত্যের জগতে পরিচিত হয়ে ওঠেন। ছোটোদের জন্য লেখালেখি শুরু হয় ২০০৯ সালে।
ছোটোদের জন্য সরস, রহস্য, ভৌতিক, মানবিক এবং
কল্পবিজ্ঞান সব রকম গল্পই লেখেন সৈকত। ‘শুকতারা’, ‘কিশোর ভারতী’, ‘চির
সবুজ লেখা’,
‘আনন্দমেলা’,
‘সন্দেশ’
ইত্যাদি প্রধান কিশোরদের পত্রিকাগুলিতেও তিনি নিয়মিত লেখেন। ২০১০ সালে ‘কিশোরভারতী’ পত্রিকা
আয়োজিত হাসির গল্প প্রতিযোগিতায় তিনি পুরস্কৃত হন। তাঁর তিনটি গল্পের
শ্রুতিনাট্যরূপ বেতারের এফ এম তরঙ্গে সম্প্রচার করেন বিখ্যাত বাচিক শিল্পী সতীনাথ
মুখোপাধ্যায়। এ পর্যন্ত লেখা উপন্যাসের সংখ্যা সতেরো। গল্পের সংখ্যা একশোর ও বেশি।
এ যাবত প্রকাশিত বই ‘গ্রহান্তরের গাঁজাখোর’, ‘মরণবিভা’, ‘মারাং
গ্রামের পান্থশালা’, ‘রক্তকস্তুরি’ এবং ‘তিনু
তান্ত্রিকের পুঁথি’।
নির্মাল্য সেনগুপ্ত
বয়স ২৬, শখ - টেবিল টেনিস, পেশা
- কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংএ স্নাতকোত্তর পাঠরত এবং গল্পকার।
সুজন দাশগুপ্ত
বহু বছর ধরে আমেরিকা প্রবাসী। এক সময়ে
পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন - এখন কালে-ভদ্রে। ধাঁধা ও রহস্যকাহিনীর ওপর গোটা
বারো বই আছে। গোয়েন্দা একেনবাবু-র মানসপিতা; অবসর.নেট ও
বাংলা মিস্ট্রি.কম-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক।
যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি নিয়ে
আমেরিকায় পিএইচডি করেছেন। তারপর পাঁচ দশক ধরে আমেরিকা প্রবাসী এই লেখকের
কর্মজীবনের অনেকটা সময়ে কেটেছে বিখ্যাত গবেষণাগার বেল ল্যাবোরেটরিজে, কর্মজীবনের
ফাঁকে ফাঁকে লেখার শুরু। তথ্য ও বিনোদনের ওয়েবসাইট (abasar.net) -এর
প্রতিষ্ঠাতা ও সম্পাদক। এক সময়ে ছোটদের জন্য ধাঁধা ও রহস্য এবং বড়দের জন্যে হাসির
গল্প ও উপন্যাস লিখেছেন। ১৮৮৯ সালে ধাঁধার ওপর ভিত্তি করে পুরো মাপের উপন্যাস 'ধাঁধাপুরীর
গোলকধাঁধা'
এবং তার পরে বেশ কয়েকটি যুক্তিভিত্তিক পাজলের বই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে।
গোয়েন্দা একেনবাবু প্রথম আত্মপ্রকাশ করেন 'আনন্দমেলা' পত্রিকায়।
একেনবাবুর রহস্যকাহিনি নিয়ে ছ'টি বই বিভিন্ন প্রকাশনা থেকে
বেরিয়েছে। তাদের একটি বাদে সবগুলোই লেখা হয়েছে বড়দের কথা ভেবে।
_____
Mr Siddharta Chattopadhyay er contact no pawa jabe ki?
ReplyDelete