ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের ম্যাজিক পেনসিল বিভাগ একেবারে জমজমাট। একটি পুরোদস্তুর গোয়েন্দা গল্প লিখে পাঠিয়েছে ক্লাস সেভেনের ছাত্রী অদ্রিজা মণ্ডল, গল্পের সঙ্গে তার জন্য ছবিও এঁকে পাঠিয়েছে সে। ছোট্ট একটি সুন্দর গল্প পাঠিয়েছে ক্লাস ফোরের শুভ্রজা চ্যাটার্জী। আর ক্লাস থ্রি-র খুদে শিল্পী কেয়ান কুন্ডু পাঠিয়েছে একটি দারুণ ছবি। এসো, একে একে দেখে নেওয়া যাক সে সব। নিচের লিংক তিনটেয় ক্লিক করলেই দেখা যাবে তিন খুদে ওস্তাদের কর্মকাণ্ড।
।। ৩ ।। ছবি:: কেয়ান কুন্ডু
----------
No comments:
Post a Comment