অজানা গল্প
প্রশান্ত কুমার মন্ডল
কোথায় যাচ্ছ ও মাঝি ভাই
একটু বলে যাও
দাঁড় টানছ ঝপাৎ ঝপাৎ
আমায় তুলে নাও।
দূরের দেশে ঘুরতে যাব
দেখব নতুন গ্ৰাম
সেথায় আছে রাজকুমারী
সোহাগী তার নাম।
দেখতে পাব অনেক কিছু
নানারকম গাছ
সকাল বেলা রঙিন ফুলে
দেখব পাখির নাচ।
দিঘির জলে রাজহাঁসেরা
কেমনভাবে থাকে
হাজার লতা গাছের সাথে
কেমন মায়ায় রাখে।
আবার ঠিক আসব ফিরে
ইচ্ছে আমার হলে
কত অজানা বলব গল্প
ফিরে মায়ের কোলে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment