ছড়া-কবিতা:: সিংহ বনাম মশা - সুজাতা চ্যাটার্জী


সিংহ বনাম মশা
সুজাতা চ্যাটার্জী

সিংহ রাজের হায় কী দশা! পাগল করে ছাড়ছে মশা!
একটুও তো দিচ্ছে না গো শান্তি।
বসছে চোখে, বসছে নাকে, বসছে দেখো কানের ফাঁকে,
মিটছে না তো রাজার চোখের ক্লান্তি!
বললে রাজা, আছিস কে কই? মানুষ গুলোর ঘর থেকে ওই,
মশারি এক আন তো তুলে ঝটপট।
মানুষ গুলোর বুদ্ধি ভারী, ঘুমোয় নাকি মধ্যে তার-,
বাইরে মশা করতে থাকে ছটপট!


যেমন কথা, তেমন কাজ, জালের ভেতর সিংহ রাজ!
আজকে রাতে হবেই মশা জব্দ।
এক নিমেষে ঘুমের দেশে, সিংহ বাবু চলল ভেসে,
ভিন ভিন ভিন নেই তো মশার শব্দ।
রাতের শেষে ভোরটি এলে, কীসের রাজা গন্ধ পেলে?
সেই গন্ধেই ঘুমটি গেল ছুটে।
দেখল হঠাৎ চোখটি খুলে, হরিণ ছানা মনের ভুলে,
করছে খেলা ঘাসের পরে লুটে।

ঘুমের পরেই এমন আহার, রোজ জোটে কি ভাগ্যে তাহার?
প্রজার কথা ভাববে রাজা পরে।
লাফ মারে তাই জোরসে রাজা, আজকে খাবে মাংস তাজা,
হরিণ ছানা ফিরবে না আর ঘরে!!
হায় রে রাজা, হায় রে হায়, জাল টাঙানো, ভুলেই যায়,
লাফটি মেরেই, চক্ষে আসে জল।
কাণ্ড দেখে, হাসল সবে, কেউ ধীরে, কেউ অট্ট রবে,
সব চেয়ে জোর হাসল তবে, দুষ্টু মশার দল!!
----------
ছবি - লেখক

No comments:

Post a Comment