ছড়া-কবিতা:: তারা গোনা - অমিত চট্টোপাধ্যায়


তারা গোনা
অমিত চট্টোপাধ্যায়

আমার যে ছোটো কাকা
এক্কেবারে বাজে।
আমায় কী না লাগিয়ে দিল
তারা গোনার কাজে!
তোমরা বল এমন কথা
বলতে পারে কেউ!
যদি বলি, গোনো দেখি
নদীর কটা ঢেউ!
বললে কাকা, গুনে রাখিস
এখন অফিস যাই।
রাতে বাড়ি ফিরে যেন
তারার হিসেব পাই।
কাকার হুকুম কাকাই বুঝি
ঠিক গিয়েছে ভুলে।
নয় তো রাতে হিসেব চেয়ে
কানটা দিত মুলে।
সাতসকালে সুয্যি যখন
ফেলছে আলো গাছে,
তারার হিসাব দিতে গেলাম
ছোটো কাকার কাছে।
বলি কাকা, হিসেব আমার
হয়ে গেছে সারা।
খাতার সঙ্গে নাও মিলিয়ে
আকাশ ভরা তারা।

----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment