বন্ধু
দেবীস্মিতা দেব
একটা গল্প রূপকথাময়
একটা ভূতের রাজার
বইয়ের পাতায় ছড়িয়ে থাকে
গল্প এমন হাজার।
একটা গল্প শ্যামলাদিঘির
একটা পটলডাঙার
একটা গল্প অতসীমামির
একটা পুতুল ভাঙার।
একটা গল্প গঠনমূলক
আরেকটা সে ন্যায়ের
একটা গল্প হার না-মানা
লড়াই জানা মেয়ের।
একটা গল্প মজার ভীষণ
আরেকটা সে হাসির
আরেকটা সে মন জুড়ানো
ভালো বাসাবাসির।
একটা গল্প চোর-পুলিশের
একটা রহস্যের
একটা গল্প তেলেনাপোতার
কিংবা পারস্যের।
একটা গল্প দুঃখী ভীষণ
গোমড়া মুখে থাকে
অন্যটি সে গাছপালা ফুল
নদীর ছবি আঁকে।
একটা লেখে জীবনগাথা
একটা অলৌকিক
একটায় ভূত পেতনি দানো
গল্প সে ভৌতিক।
একটা গল্প বড়োই সরল
শিশুর মতো ভাব
অন্যটি সে বিজ্ঞজনের
মতোই যে হাবভাব।
একটা জাদু বাস্তবতার
কথাই তুলে ধরে
আরেকটি সে তন্ত্র-মন্ত্র
তুকতাক হয়ে ঝরে।
একটা গল্প ইতিহাসের
একটা রীতি-নীতির
একটা গল্প কল্পলোকের
আরেকটা রাজনীতির।
লাখো এমন গল্প জানতে
পড়তে থেকো বই
বইয়ের চাইতে জ্ঞানী বন্ধু,
কে আর পাবে কই?
----------
ছবি - আন্তর্জাল
চমৎকার।
ReplyDelete