ছড়া-কবিতা:: পুজোর আমেজ - নীলেশ নন্দী


পুজোর আমেজ
নীলেশ নন্দী

শরৎ ভোরে যেই কেটেছে
বিষাদ মেঘের রাশি,
সুয্যিমামা মুখটি তুলে
দিলেন অমল হাসি।

আকাশ-বাতাস আকুল করে
শিউলি ফুলের ঘ্রাণ,
মায়ের আসার আনন্দে আজ
পুলক ভরা প্রাণ।

পুজো মানে নতুন জামা
নতুন গল্প-বই,
পুজোবার কয়েকটি দিন
করব যে হইচই।

ঢাক, কাঁসর আর শঙ্খধ্বনি
বাজছে যে ওই দূরে,
পুজোর আমেজ ফিরে এল
আগমনী সুরে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment