গাল থাকেন ফুলিয়ে
অরূপ দাস
গোমড়ামুখো যদু বাবু
গাল থাকেন ফুলিয়ে,
গাল নয় মনে হবে
বালির বস্তা ঝুলিয়ে!
কেউ বলে ফুলকো লুচি
গরম নরম ভাজা,
কেউ বলে ঢোল যেন
নাক্কু নাকুর বাজা।
কেউ আবার গাল দুটি
কমলালেবু ভাবেন,
হাতের কাছে পেলে পরে
ভীষণ মজায় খাবেন!
গাল দুটি বেলুন ভেবে
খোকন ফোটায় পিন,
যদু বাবুর গাল ব্যথা
থাকবে কয়েক দিন।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment