শরতের রূপকথা
স্বপনকুমার বিজলী
সোনালি রোদ ঝরছে আবার
হঠাৎ আসে বৃষ্টি
দুধ সাদা মেঘ আকাশ ভরা
কী অপরূপ সৃষ্টি।
ঝিলের পাশে কাশ ফুলেরা
দুলছে হাওয়ার তালে
দিনের শেষে উঠছে হেসে
শিউলি ফুটে ডালে।
বিলের জলে পাতি হাঁসের
ডুব সাঁতারে খেলা
পদ্ম হাসে চারিপাশে
মৌমাছিদের মেলা।
গড়ছে ঠাকুর পোটো দাদা
কচিকাঁচা হাসে
শরৎটা আজ রূপকথা ঠিক
খুশির বাতাস ভাসে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment