ছড়া-কবিতা:: আয়না আমার - জয়শ্রী সরকার


আয়না আমার
জয়শ্রী সরকার

অবাক চোখে দেখি তোকে বন্ধু রে তুই আয়না,
আমার মতোই তুই কী করিস সারাটা দিন বায়না?

আয়না রে তোর দুঃখ কত ঠায় দাঁড়িয়ে থাকিস,
সামনে কিছু পেলে বুকে তাকেই ধরে রাখিস!

এই পৃথিবীর মস্ত খেলা তোর যাদুতেই আছে,
সবাইকে তুই সুশ্রী রাখিস ডেকে নিজের কাছে!

ছোট্ট আমি ভুল করি না, দাঁড়াই চুলটি খুলে
মিষ্টি করে সাজার পরে তোকেই তো যাই ভুলে!

আয়না রে তুই বায়না ধরিস খেলবি তবে আয়,
তোর সাথে তো খেলতে গিয়ে সবাই মজা পায়!

তোর শরীরে লেগেই থাকে কতই ধুলো-বালি,
মানুষগুলো দুষ্টু বড়োই মনের আকাশ খালি!

বড্ড বাজে মানুষরা সব, তুই যে বড়োই একা,
মনটা শুধুই চায় যে পেতে তোর মনেরই দেখা!

তোকে নিয়েই নানান কথা মনের মধ্যে জাগে,
থাকব আমি তোরই সাথে মিষ্টি অনুরাগে!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment