ছড়া-কবিতা:: ঘরে ফিরব না - সজল চক্রবর্তী


ঘরে ফিরব না
সজল চক্রবর্তী

ফলম-ফলে-ফলাণি...
চল পুকুরে জল আনি।
আরে! পুকুরে জল নাই!
তবে কলতলাতেই যাই -
আরে! কলেতে বেশ ভিড়!
তবে রাস্তা ধরি নদীর।
নদীর জল বেশ ঘোলা -
বলছে যে ব্যাঙ-কোলা।
তবে, সাগরে চল্ যাই,
কিছু যদি জল পাই!
আরে! সাগরের জল নোনা!
তবে আর ঘরেই ফিরব না।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment