ছড়া-কবিতা:: ছড়া তো তাই - মৃত্যুঞ্জয় দেবনাথ


ছড়া তো তাই
মৃত্যুঞ্জয় দেবনাথ

একটা ছড়া লিখব বলে
বসে আছি ধ্যানস্থ,
সকাল-দুপুর-বিকেল কাটে
ওই সূর্য যান অস্ত।

রাত্তিরেও এক অবস্থা
ছড়া থাকেন গরহাজির,
ছড়া কি আর কেবলমাত্র
শব্দমালার কারসাজি?

ছড়ারা নয় কাতুকুতু
নয় রঙ্গ, মশকরা,
অনাদরে যায় না তাকে
করায়ত্ত, বশ করা।

ছড়া তো তাই, যাতে অক্ষর-
শব্দরা আলোক ছড়ায়,
শিশু এবং কিশোর মনে
জীবনবোধের পাঠ পড়ায়।

খেলাচ্ছলে অবহেলায়
ধরতে তাকে চাচ্ছিলাম -
হয়তো তাই, আজও তাকে
তেমন করে পাচ্ছি না!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment