ছড়া-কবিতা:: কার্টুন ল্যান্ড - অর্ণব ভট্টাচার্য

  

কার্টুন ল্যান্ড
অর্ণব ভট্টাচার্য

তাধ ধিনা, তানা না না, তেরে কেটে তাক,
পিনোকিও আসে, তারকত বড়ো নাক!
তাক তেরে, তেড়ে তেড়ে, এলি কে রে? খুঁজি,
নবিতার সাথে ও কে, ডোরেমন বুঝি?
টুপটাপ, ঝনঝন, প্যাঁপো প্যাঁপো বাঁশি,
বেন-টেন তাড়া দেয়, থামো বাপু আসি
ধুপধাপ, দুমদাম লাফ দেয় কারা?
সিনচ্যান এসে গেছে, জেনে যায় পাড়া
ক্ল্যাপ ক্ল্যাপ, ক্লপ ক্লপ, তালি দিই হাতে,
পিকাচুটা এল কেন হাতোড়ির সাথে?
মিউ মিউ, ভৌ ভৌ, ক্যাট আর ডগি,
বাদ দাও, এসে গেছে ককরোচ, ওগি
ঝিক ঝিক, পিঁপ পিঁপ, আমি ঠিক জানি,
ট্রেন চেপে এসে গেছে হানি আর বানি
টাক ডুম, টাক ডুম, ঢাক-ঢোল বাজে,
বিচ্ছুটা ছুটে যায় বাঁটুলের কাছে
হইহই, টইটই, মজাদার দিন,
স্কুবি-ডুর সাথে আসে মিস্টার বিন।
গপগপ, হুমহাম, লাড্ডুটা শেষে,
খেয়ে নেয় ছোটা ভীম একছুটে এসে
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment