বরেন বাবুর বেগুন
রমিত চট্টোপাধ্যায়
বরেন বাবু গেছেন বাজার
কিনতে বেগুন তাজা,
বাড়ি ফিরে ভর্তা খাবেন
সঙ্গে বেগুন ভাজা।
অনেক ঘুরে অনেক দেখে
বাজারের এক কোণে,
একটা পেলেন নধর বেগুন
ধরল ভারি মনে।
বেগুন কিনে আনন্দেতে
বরেন ফেরেন বাড়ি,
ভাজার সময় কাটতে গিয়ে
গিন্নির মুখ হাঁড়ি।
গিন্নি বলেন কানা বেগুন
ভিতর পোকায় ভরা,
ঘণ্টাখানেক ধরে তোমার
কেমন বাজার করা?
বরেন বলেন চুলকে মাথা
এবং নেড়ে দাড়ি,
এ যে খাঁটি জৈব বেগুন,
পোকাই প্রমাণ তারই।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment