রঙে রঙে রঙিন
তন্ময় ধর
রঙে রঙে যেই দিয়েছি এঁকে
দূরের আকাশ বলে আমায় ডেকে -
তোমার ও রঙ একটু আমায় দেবে?
কী যে বলি, পাই না আমি ভেবে!
দূরের পাহাড় রঙের কথা জেনে
আমার খাতায় প্রশ্ন দিল এনে -
নীলসবুজের রঙ কি পেতে পারি?
না দিলে তোমার ভাবের ঘরে আড়ি!
এবার এল দুষ্টুমিঠেল নদী
বললে - তুমি রঙ ছড়ালে যদি
আমার জলের অনেক কথা আছে
রঙ যদি দাও তাদের ব্যথার কাছে
সামান্য রঙ তবুও তাই দিয়ে
ওদের হাতে বাঁধি আমার রাখী
রঙবেরঙের আমার ছোটো ঘরে
অচিন রঙে হাসে অচিন পাখি।
আমার রঙেই রাঙিয়ে দিয়ে আমায়
চলছে রঙে রঙে রঙিন খেলা
সূর্যদীঘল সাতটি রঙের পথে
রঙে রঙে পড়ে আসে বেলা
ফুরায় না রঙ সেই তো আবার যখন
নীহারিকার আলোয় মাখা রাতে
তারায় তারায় স্বপ্ন আঁকা রঙে
লুকোচুরি খেলে নয়ন পাতে
স্বপ্নরঙা ঘুমের শেষে আমি
এমনি করেই ভোরের নয়নপাতে
এ রঙ থেকে ও রঙটুকু নিয়ে
রঙ ভরে নিই নিজের জীবনটাতে
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment