ছড়া-কবিতা:: শরৎ খুশির হীরকদ্যুতি - সুব্রত দাস


শরৎ খুশির হীরকদ্যুতি
সুব্রত দাস

খুশির শরৎ কোথায় লুটোয়
শিশির মাখা গাঁয়?
আলপনাময় শিউলি ঝরা
আমার আঙিনায়!
কাচপোকা টিপ লাজে, মায়ের
আলতা রাঙা পায়!!

লুটোয় শরৎ ভোরাই ঘাসে
আলতো আলোয় মেখে,
নিশির শিশির হীরকদ্যুতির
নাকছাবি ফুল এঁকে!
আকাশ নীলের পেঁজা তুলোর
মেঘ ছানাদের ডেকে!!

শরৎ লুটোয়, লুটোয় শরৎ
শুভ্র কাশের বনে,
হিজল বকুল শীরিষ গাছের
সবুজ পাতার কোণে!
সাতচাঁপা ফুল টুপুর, খুশি
ছড়ায় মনে মনে!!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment