সম্পাদকীয়:: শারদ সংখ্যা ২০২৩


প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? উৎসবের মাস কেমন কাটছে সবার? আশা করি প্রিয়জন, পরিজনদের সঙ্গে খুব আনন্দ করছ এই শরৎ চলে গেলেই হেমন্ত যেন ঝরাপাতায় আকাশের হারিয়ে যাওয়া পেঁজা মেঘগুলোকে কেউ মন কেমনের চিঠি লিখেছে
চিঠি আজকাল আর কেউ লেখে না তেমনআমরা ছোটোবেলায় দূরের আত্মীয়দের অনেক চিঠি লিখতাম পেছনে আবার মা দুর্গার মুখের ছবিও এঁকে দিতাম তোমরাও লিখতে পারো তেমন চিঠি, পুজোয় ঘোরার অভিজ্ঞতা, দূর রাজ্যে ভ্রমণের ছবি এঁকে দিতে পারো চিঠির পেছনে ম্যাজিক ল্যাম্পকেও পাঠাতে পারো সেইসব চিঠি আমরা প্রকাশ করব আগামী সংখ্যায়
পুজোয় আপনজনের সঙ্গে, গল্পের বইয়ের সঙ্গে আর কিছুটা নিজের সঙ্গেও সময় কাটিও বন্ধুরা মোবাইল, ল্যাপটপ রেখো দূরে দেখবে, ভাবতে পারছ অনেক কিছু চারপাশের জীবনটাকে প্রাণ ভরে উপভোগ করো আর মনে যা আসছে খাতার পাতায় লিখে ফেলো
ম্যাজিক ল্যাম্প শারদ সংখ্যা এবারে সেরার সেরা কারণ সেরার সেরা কলম তোমাদের জন্য লেখা পাঠিয়েছেন তোমাদের প্রিয় সাহিত্যিকরা সবাই উপস্থিত রয়েছেন নতুন লেখক বন্ধুরাও
গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কমিকস, চটপট খাবারের রেসিপি, ছোট্ট বন্ধুদের আঁকা লেখা - আরও মজার সব বিভাগ আছে এবারের ম্যাজিক ল্যাম্পে আর রয়েছে শিল্পীদের আঁকা মনোমুগ্ধকর ছবি
সুন্দর প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী মৃণাল শীল আর সংখ্যাটি তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক
তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি পড়তে শুরু করে দাও আমাদের জানাও কেমন লাগছে ম্যাজিক ল্যাম্প
ইতি,
জিনি
----------
ছবি - প্রত্যয়ভাস্বর জানা

No comments:

Post a Comment