ছড়া-কবিতা:: জাদু প্রদীপ - শ্যামলী আচার্য


জাদু প্রদীপ
শ্যামলী আচার্য

চকচকে এক ছোট্ট পিদিম পড়ে ছিল গাছতলায়
রিমলি ঝুম্পা অঙ্গনা মিলে যাচ্ছিল পাঠশালায়।
তিনজনে একই ইস্কুলে পড়ে
থাকেও সকলে পাশাপাশি ঘরে
ছেলেবেলা থেকে যত ভাব-আড়ি সবেতে গলায় গলায়।

ঝুম্পা প্রথম হাঁক দিয়ে ওঠে, ওই দেখ ওটা কী রে?
রিমলি তখনই ধমকিয়ে বলে, হাঁটবি না এত ধীরে।
লেট হয়ে গেলে স্যার খুব বকে
পড়াশুনো সব তুলেছিস ডকে
পথের মধ্যে এদিক সেদিক ছড়িয়ে থাকে কি হিরে?
 
অঙ্গনা ভারি শান্ত স্বভাব, সে বললে, চল দেখি, যাই
অন্য কেউ তো ফেলে যেতে পারে, আমরা ফেরাব, ক্ষতি নাই।
রিমলির মুখ হল গম্ভীর
ঝুম্পা ছুটছে হয়ে অস্থির
হাতে তুলে নেয় ছোট্ট পিদিম, এখানে কী করে এল ভাই!

এটা নিশ্চই আলাদিন এসে ফেলে রেখে গেছে সকালে
একে চল ঘষে ডাক দিই সেই দত্যিদাদাকে একালে।
ঝুম্পা গোমড়া, রিমলি নাছোড়
দেখেই ছাড়বে, কাটবে আঁচড়
যদি সেই দানো খুশি হয়ে আসে, চেয়ে নেবে কিছু সকলে।

তিনজনে এসে যেই হাতে নিল অপূর্ব সেই পিদ্দিম
রোদে ভরা মেঘ জল হয়ে নামে বিষ্টি হঠাৎ রিমঝিম।
গাছ থেকে ঝরে একরাশ ফুল
শিউলি কামিনী জুঁই ও বকুল
ঝলমলে বই উড়ে এসে নামে, বাজনা বাজছে দ্রিমি দিম।

ও মা! এ যে দেখি পুজোবার্ষিকী, লাফ দিয়ে ওঠে তিন সই
ঝুম্পা রিমলি অঙ্গনা সব ভুলে বসে পড়ে এক ঠাঁই।
তিনদিকে বসে গোল হয়ে ঘিরে
দু’জনে শুনছে, একজন পড়ে
ম্যাজিক ল্যাম্পে গড়গড় করে ছবি আর লেখা ওলটাই।

শরত এসেছে খুশি সক্কলে, জামাজুতো নিয়ে ব্যস্ত
তার মাঝেতেও বই-টই চাই, যেখানে যত সমস্ত
পুজোসংখ্যারা ছড়িয়েছিটিয়ে
তিন সই মিলে কুড়িয়ে লুটিয়ে
গোগ্রাসে গেলে গল্প কবিতা কমিক নভেল চোস্ত।

আলাদিন তবে পিদ্দিমখানি এইখানে এনে রাখল?
ভেবে দেখো সোনা, তোমরাও পাবে, ভাগ্যিস ওরা ডাকল।
ওই তিনজন বই-প্রত্যাশী
পিদিম-দত্যি নিশ্চয়ই খুশি
পুজোর আগেই ঝুলি ভরে তাই পুজোবার্ষিকী আনল।

তুমিও পড়বে? তোমরা পড়বে? ম্যাজিক প্রদীপ অদ্ভুত!
দ্বৈতাদিদিকে একবার ডাকো, সাজিয়েগুছিয়ে প্রস্তুত।
অনলাইনেও হাতে নাও বই
পুজোর ছুটিতে করো হইচই
ছড়াটি পড়লে? জানিও আমায়, যদি কোনো থাকে খুঁত।
----------
ছবি - কেয়া মাহাতো

No comments:

Post a Comment