ছড়া-কবিতা:: ভ্রমণদিদা - বৃন্দাবন দাস

                                             

ভ্রমদিদা
বৃন্দাবন দাস

ষষ্ঠী-প্রাতে যষ্টি হাতে

এলেন মামার মাসি

বয়েসটা তার হয়েছে ভার

চলছে অষ্টআশি।

এলেন ফিরে তীর্থ করে

কাশী বারাণসী

থাকেন সুখে, ফোকলা মুখে

হাসেন অট্টহাসি।

ইচ্ছা দিদার, ঘুরে দেখার

তীর্থগুলো দেদার

এর পরেতে চার-ধামেতে,

প্রথম যাবে কেদার।

লাঠি হাতে হাঁটা পথে

ইচ্ছা খুবই ওঠার -

নিজের পায়ে সেথায় গিয়ে

অমরনাথকে দেখার।

দিদা বলে, বয়স হলে

পারব কি আর যেতে?

তাই তো রে ভাই সারতে যে চাই

থাকতে বয়েস হাতে!

বয়স নিয়ে প্রশ্ন দিয়ে -

বলেন দিদা ভেবে,

জানি নে ভাই, হিসেব তো নেই!

কুড়ি চারেক হবে!

----------
                                    ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment