ছড়া-কবিতা:: এই ছড়াটা - মৃত্যুঞ্জয় দেবনাথ


এই ছড়াটা
মৃত্যুঞ্জয় দেবনাথ

এই ছড়াটা পড়ার ঘরে খুকুর,
ভাগ করে নিক তার দুঃখটুকুর

এই ছড়াটা দুখি মায়ের চোখে,
জড়িয়ে থাকুক আনন্দ উৎসুকে

এই ছড়াটা মুটে-মজুর তার,
নিক প্রাপ্তি নিক দুঃখের ভার

এই ছড়াটা গরিব চাষীর ঘরে,
দূত হয়ে যাক শস্যের সম্ভারে

এই ছড়াটা দুর্বল যে-লোক,
জাগিয়ে তুলুক তার অন্তর্লোক

এই ছড়াটা ফুটপাথেতে যাক -
ঝুপড়িঘরে আলো হয়ে থাক!
----------
ছবি - দ্বৈতা হাজরা গোস্বামী

1 comment:

  1. ছবিটা চমৎকার আঁকলেন দ্বৈতা। অনেক শুভেচ্ছা ভালোবাসা...

    ReplyDelete