ছড়া-কবিতা:: উদ্ভট লিমেরিক - অর্ণব ভট্টাচার্য্য


উদ্ভট লিমেরিক
অর্ণব ভট্টাচার্য্য

()

বানানপুরের রাজার কুমার স্বভাবটা তার দস্যি,
ছোলার ডালে গোবর ঢালে, গাছের গোড়ায় লস্যি
সেদিন হঠাৎ বানানপুরে,
প্রাসাদ কাঁপে হাঁচির সুরে,
রাজার প্রিয় পাউডারে কে মিশিয়ে গেছে‌ নস্যি!

()

সেই যেখানে কাঁকড়া ধরে, কান্তিলোচন পয়ড়্যা,
হাঙর কেটে কোপ্তা করে, “হাইহোটেলের বয়”-রা,
পাথর গেঁথে ঘর বানিয়ে,
দিল্লি থেকে লোক আনিয়ে,
অক্টোপাসের মিঠাই বানায় বরফিচরণ ময়রা।

()

তার দোকানের পাশের মোড়ে, খামেন মুনির ভিলায়,
পক্ষীরাজের পাখনা থেকে ক্ষীরের পালক বিলায়,
এসব মোটেও নয়কো মিছে,
পাতালপুরীর পাঁচশো নিচে,
হাজার খানেক লম্ফ দিলে, স্বপ্নশহর মিলায়।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment