ছড়া-কবিতা:: দস্যি মেয়ে - শ্রেষ্ঠা বোস


দস্যি মেয়ে
শ্রেষ্ঠা বোস

দস্যি মেয়ে সারাটা দিন
এদিক ওদিক ছোটে,
হঠাৎ করেই কাঁদে, আবার
হঠাৎ হেসে ওঠে

যখন তখন হাত-পা ছোঁড়ে
ঘুম না এলে চোখে,
মেয়ে তো নয়, আস্ত ডাকাত
এমন বলে লোকে

বয়েই গেছে দস্যি মেয়ের
ইচ্ছেখুশি চলে,
খেলার ফাঁকে নিজের মনে
কতই কথা বলে

যখন তখন বায়না করে
পালায় পুকুরঘাটে,
দস্যি মেয়ের সারাটা দিন
এমনি করেই কাটে
----------
ছবি - আন্তর্জাল

2 comments:

  1. ভারী মিষ্টি লেখা। ভালো লাগল।

    ReplyDelete
  2. ভারী মিষ্টি লেখা। ভালো লাগল।

    ReplyDelete