ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
ম্যাজিক ল্যাম্পের সম্পাদকীয় লিখতে বসা আমার খুব প্রিয় কাজ। আর পুজোসংখ্যার সম্পাদকীয় তো খুব স্পেশাল তা তোমরা জানোই।
দেখতে দেখতে পুজো চলেই এল। এই দুটো বছর তোমার আমার খুব যে মনের মতো কেটেছে তা নয়। অনেক কিছুই মনের মতো হয়নি। অনেক বিপদ-আপদ ঝড় ঝাপটা গেছে আমাদের পরিবারের ওপর দিয়ে। অনেক কিছুই অগোছালো হয়ে গেছে। সময় এসেছে আবার নতুন ভাবে গোছানোর, নতুন ভাবে ভাবার। অনেকগুলো দরজা বন্ধ হলে ঠিক একটা না একটা দরজা খুলে যায়। তাই মনে আশার আলো জ্বালিয়ে রেখো বন্ধুরা। একদিন আমরা সব বাধা-বিপত্তি, দুঃসময় কাটিয়ে উঠব। ম্যাজিক ল্যাম্প সেই ভরসার আলোটুকু হয়ে থাকতে চায় তোমাদের সবার জীবনে। এই পুজোয়, উৎসবের মরশুমে চারপাশের সবাইকে নিয়ে আনন্দ কোরো বন্ধুরা। আর যারা কোনো কিছুর অভাবে উৎসবে যোগ দিতে পারছে না, নতুন জামা, জুতো কিনতে পারছে না তাদের সাহায্য কোরো। মনকে সবসময় উদার কোরো। অনুদার, সংকীর্ণ মনেই অসুরের বাস তাই জানবে।
ম্যাজিক ল্যাম্প প্রতিবারের মতোই অনেক সুন্দর সুন্দর লেখার ডালি সাজিয়ে নিয়ে এসেছে তোমাদের জন্য। কে নেই সেখানে। তোমাদের প্রিয় বর্তমানের সব সাহিত্যিকরাই আছেন যাদের কলমের ম্যাজিক দেখবে তোমাদের বড়ো হয়েও মনে থাকবে। সুজন দাশগুপ্ত, শিশির বিশ্বাস, অভিজ্ঞান রায়চৌধুরী, দেবজ্যোতি ভট্টাচার্য-র
মতো দিকপাল সাহিত্যিকরা তো রয়েছেনই, আরও আছেন অনন্যা দাস, ঋতা বসু, রাজা ভট্টাচার্য, ঈশানী রায়চৌধুরী, সঙ্গীতা দাশগুপ্ত রায় - তালিকা শুরু করলে আর শেষ হবার জো নেই। মৌ দিদি তোমাদের জন্য আবার একটা সুন্দর রূপকথার গল্প বলে শুনিয়েছেন আমাদের গল্প রেল বিভাগে। নতুন যারা লিখেছেন তাঁরা তাক লাগিয়ে দিয়েছেন জিনিকে তাঁদের কলমের ম্যাজিকে।
ছড়ায়, ছবিতে, প্রবন্ধে, ভ্রমণ কাহিনিতে একেবারে জমজমাট ম্যাজিক ল্যাম্প।
এই সংখ্যার অভিনব প্রচ্ছদখানি এঁকেছেন শিল্পী মৃণাল শীল। এই সংখ্যাটি ঝকঝকে তকতকে করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে এনেছেন শ্রী তাপস মৌলিক।
ভালো থেকো বন্ধুরা।
শারদ শুভেচ্ছা ও ভালোবাসা।
ইতি,
জিনি
----------
ছবি - প্রত্যয়ভাস্বর জানা
No comments:
Post a Comment