ছড়া-কবিতা:: রচনাকাল - অয়ন বন্দ্যোপাধ্যায়


রচনাকাল
অয়ন বন্দ্যোপাধ্যায়

আমি যখন লিখতে বসি
মাথায় ওঠে বাড়ি
রান্নাঘরে কান্না লাগায়
ডেকচি এবং হাঁড়ি

বাড়ির মাথায় হাজার ফুটো
উড়ছে জোরে শাড়ি
মিলগুলো কই? খিল দিয়েছে?
করছে বাড়াবাড়ি?

মাছভেবে আজগাছখেয়েছি
বাটারভেবেআঠা’!
মুরগিভেবেমুড়কিচিবোই
খাই পাঁঠা না, আটা?

লিখতে গিয়ে সটান বুকের
জানলা দিলাম খুলে...
ভাবনাভেবেআলনাসরাই,
দুলখেয়ে নিই ভুলে!

হতচ্ছাড়া কল্পনারা
বড্ড বাউন্ডুলে;
এই তো গিয়ে বসছে ডালে
ওই তো ওড়ে ফুলে

নড়ছে বাড়ি সরছে মাটি
কাঁপছে লেখার ঘর
বেয়াক্কেলে চিন্তাগুলো
কম্পিত, থরথর...

আমি যখন লিখতে বসি
আসছে গরু তেড়ে
ঘাস ছিঁড়েছে শোওয়ার ঘরে
কচিদাঁতের এঁড়ে!

শিং কী নাড়ায়, শিং কী নাড়ায়
ফেলবে নাকি পেড়ে!
চৌবাচ্চায় ঝাঁপ দিয়েছে
পুকুর ভেবে কে রে?

লিখতে বসে দেখছি আজব
কাণ্ডের কারখানা!
টেবিল ঘিরে দাঁড়িয়ে শালিখ
বুড়বকও চারখানা

লেখাটি শেষ, উঠে দাঁড়াই
শান্ত বাড়ি ঘর
বনের ভেতর কোথায় গেছে
হারিয়ে ডাইনোসর!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment