ছড়া-কবিতা:: পঞ্চাশে কাকাবাবু - শাম্ব চ্যাটার্জী


পঞ্চাশে কাকাবাবু
শাম্ব চ্যাটার্জী


একাত্তরের পুজোয় ছিল অন্যরকম গন্ধ—
বাঁধল দানা রহস্য তায় মুণ্ডু ছাড়া স্কন্ধ!
কাকাবাবুর কেরামতি,
সন্তু সেবার ছিল সাথি…
সূচা সিং-এর বদমায়েশি শেষটা হল বন্ধ।


নামেও রাজা, কাজেও রাজাসঙ্গী থাকে ক্রাচ,
 হিরের চমক মগজে তাঁর, নয় সে বেবাক কাচ।
পুরাতত্ত্ব ছিল পেশা,
অ্যাডভেঞ্চার জবর নেশা…
বদমাশেরা জব্দ হয়ে নাচত তুর্কিনাচ।


সন্তুদেরই পাড়ায় থাকে গুলবাজ এক ছেলে
বাবা জ্যোতিষ, চেনে সবাইকাস্ত্রো কিংবা পেলে!
ঠিক ধরেছনামটি জোজো,
গুল-বেসাতি কেমন বোঝো!
নীলমূর্তির রহস্যভেদ, সেই থেকে খোঁজ মেলে।


ছোট্টবেলার রেশ ধরে তাই আজও সফর হলে—
বালির শহর মিশর হয়ে নাইরোবি যাই চলে।
টেবিল জুড়ে ম্যাপের বাহার,
পায়ের তলায় সর্ষে যে তাঁর…
পঞ্চাশে আজ কাকাবাবু, সময় কথা বলে।
----------
ছবি - সুব্রত গঙ্গোপাধ্যায়

No comments:

Post a Comment