ছড়া-কবিতা:: পাগলামি - দীপ মুখোপাধ্যায়


পাগলামি
দীপ মুখোপাধ্যায়

অনেক পাগল দেখতে পাবে কলকাতায়
কেউ বা ভবঘুরের মতন রাস্তাতে
একজন তো ব্রিজের মাথায় উঠতে চায়
থমকে দাঁড়ায় ট্যাকসি অটো বাস তাতে।

একটা আবার ট্রাফিক পুলিশ ভান করে
থামায় গাড়ি হাত উঁচিয়ে মাঝ রাতে
গান পাগলে হিন্দি ছবির গান করে
শুনিয়ে দেব সঙ্গী হলে আজ রাতে।

একটা পাগল আস্তাকুঁড়ে ঘাঁটবে রোজ
সন্ধানী চোখ এদিক সেদিক ঘুরবে তার
হদ্দপাগল ওষুধ খেলেও ডবল ডোজ
ভুলবে তবু নাম ছিল কী পূর্বে তার।

আরেক পাগল ইট পাটকেল ঢিল খোঁজে
সবাই বলে, হচ্ছেটা কী? অ্যাই থামো –
ছন্দে ডুবে যা ইচ্ছে তাই মিল খোঁজে
ছড়ায় ঠাসে আমার মতন পাগলামো।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment