ছড়া-কবিতা:: পেটুক বাবু - সুব্রত চৌধুরী


পেটুক বাবু
সুব্রত চৌধুরী

পেটুক বাবু হয় না কাবু
যতই ঢুকুক পেটে,
থালায় যত থাকুক খাবার
করবে সাবা চেটে।
গোটা চারেক মুরগি এবং
ডজন খানেক ডিম,
 শুনবে সে খায় আর কী কী?
 গা হবে যে হিম।
 কোরমা মাটন, মোরগ পোলাও
চিকেন কয়েক ফ্রাই,
কয়েক লিটার কোকের বোতল
মুখটা ভীষন ড্রাই।
খাওয়া শেষে পেটুক বাবু
ঢেঁকুর তোলে সুখে,
ইজি চেয়ারে লেজি হয়ে
গুনগুন করে মুখে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment