সামান্য আয়োজন
মধুমিতা ভট্টাচার্য
এই নাও এক ঝুড়ি আম
তার সাথে তিনটে কাঁঠাল
একবাটি আমড়া দিলাম
কামরাঙা, করমচা, তাল
জাম আছে জামবাটি ভরা
জামরুল আছে গোটা কুড়ি
পাকা কলা, আতা মিঠে কড়া
সাথে খেও দুধ আর মুড়ি
আছে বেল, পানা হবে
কাল
লিচুর জোগান আছে সাথে
মাগুর আর শিং এক হাঁড়ি
ঝোল আর ঝাল দেব পাতে
ইলিশ না হলে চলে নাকি!
বোয়ালের রসা, তেল কই,
চিংড়িটা কেন থাকে বাকি
পানতুয়া, চিনিপাতা দই!
চিঁড়ে আছে, গুড় আছে
ঝোলা
রাজভোগ, লেডিকেনি, কেক
পুঁটুলিতে আছে চাল ডাল
বিস্কুটও দিয়েছি অনেক
সবজিতে ভরা চার থলি
মুরগির ডিম দু-ডজন
মিঠাপাতি পান দশ খিলি
সামান্য এই আয়োজন।
----------
মধুমিতা ভট্টাচার্য
তার সাথে তিনটে কাঁঠাল
একবাটি আমড়া দিলাম
কামরাঙা, করমচা, তাল
জামরুল আছে গোটা কুড়ি
পাকা কলা, আতা মিঠে কড়া
সাথে খেও দুধ আর মুড়ি
লিচুর জোগান আছে সাথে
মাগুর আর শিং এক হাঁড়ি
ঝোল আর ঝাল দেব পাতে
বোয়ালের রসা, তেল কই,
পানতুয়া, চিনিপাতা দই!
রাজভোগ, লেডিকেনি, কেক
পুঁটুলিতে আছে চাল ডাল
বিস্কুটও দিয়েছি অনেক
মুরগির ডিম দু-ডজন
মিঠাপাতি পান দশ খিলি
সামান্য এই আয়োজন।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment