ছড়া-কবিতা:: পথশিশু - বদরুল বোরহান


পথশিশু
বদরুল বোরহান

পথের পাশে কাঁদছে শিশু, পথের পাশে ঘুমায়,
উদোম গায়ে নোংরা তবু, মা তাকে খুব চুমায়।
মায়ের আদর-সোহাগে নেই ঘাটতি ভালোবাসার,
এটাই তাকে রসদ জোগায় স্বপ্ন এবং আশার।

যদ্যপি তার জন্ম পথে, তার মানে এ নয়,
সারাজীবন দুখের কাছে মানবে পরাজয়।
পথের শিশু হয়তো যিশু, কে রাখে তার খবর?
তোমার নাকের ডগা বেয়ে উঠবে সে তরতর।

তুমি শুধু থাকবে চেয়ে, হয়তো হবে অবাক,
পথ শিশুটার বন্দনাতে তুমিও হবে সবাক।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment