ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের ম্যাজিক পেনসিল বিভাগ একেবারে জমজমাট গল্পে ও ছবিতে। ক্লাস থ্রি-র সোহিনী নন্দী এবারে পাঠিয়েছে দারুণ চারটে ছবি। নিমো (ভালো নাম ঐশিক) পাঠিয়েছে দুর্দান্ত একটা গল্প, উড়ুক্কু ড্রাগন নিয়ে, সঙ্গে মজাদার একটা ছবিও এঁকে পাঠিয়েছে সে। নিমোর গল্পটা অবশ্য ইংরেজিতে লেখা, তাই তার মা সেটা বাংলায় অনুবাদ করে দিয়েছেন। আর মেঘ দেখা নিয়ে চমৎকার একটি লেখা পাঠিয়েছে ক্লাস এইটের কৌশানি দেব।
এসো এক এক করে দেখে নেওয়া যাক সব। নিচের লিংক তিনটেয় ক্লিক করলেই দেখা যাবে তিন খুদে ওস্তাদের কর্মকাণ্ড।
।। ১ ।। চারটি ছবি - সোহিনী নন্দী
।। ২ ।। গল্প ও ছবি - ঐশিক (নিমো)
।। ৩ ।। মেঘের নেশা - কৌশানি দেব
----------
No comments:
Post a Comment