কাশ ও হাঁস
শঙ্খশুভ্র পাত্র
দিঘির জলে ভাসছিল হাঁস
কাশকে দেখে হাঁদা,
বলল, ‘ওরে,
তুইও দেখি
আমার মতো সাদা!
কী যে খুশি লাগছে ভায়া,
আয় দু’জনে খেলি৷’
কাশ বলল, ‘ও দিদিভাই,
আমি কি জলকেলি
খেলতে পারি? ডাঙায় আছি,
তুমিই এসো কাছে৷
জানো, আমার আর-এক সাথি
নীল আকাশে আছে!
ওই যে সাদা মেঘটি রোদে,
হাসছে ঝিকিমিকি৷
আশ্বিনদিদি জানে, আমি
কত কী রোজ লিখি৷’
----------
শঙ্খশুভ্র পাত্র
কাশকে দেখে হাঁদা,
আমার মতো সাদা!
কী যে খুশি লাগছে ভায়া,
কাশ বলল, ‘ও দিদিভাই,
খেলতে পারি? ডাঙায় আছি,
জানো, আমার আর-এক সাথি
নীল আকাশে আছে!
ওই যে সাদা মেঘটি রোদে,
আশ্বিনদিদি জানে, আমি
কত কী রোজ লিখি৷’
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment