ম্যাজিক পেনসিল
।। গল্প ও ছবি ।।
ঐশিক (নিমো), বয়স - সাড়ে ছয়
The dragon who wanted
spots
Author and illustrator:
Nemo
Once upon a time
there was a dragon named Donny. Donny flew up into the sky in Dragon land. But
in fifteen minutes he flew away from the Dragon land. He flew up and down down
down he saw two ladybugs. One lady bug’s name was Terry and the other was Jim.
Terry was twelve years
old and Jim was eighteen years old. Donny the dragon said hi to Terry but
before Donny could to say hi to Jim, two butterflies immediately approached.
One was sixteen year old and her name was Tim. The other butterfly was twenty
two years old. She loved to learn in college. Her name was Iris. Each of their
wings was red with black polka dots. Only the dragon Donny was red without
polka dots. So Donnie the dragon asked, “Wow! you have such beautiful black
polka dots on your red wings. Will you please give some black polka dots on my
red skin?”
Then all of his friends
said, “Sure, we will get some black paint and brush and dab black Polka dots on
your red skin.” So they did that. Then Donny the dragon said, “Thanks friends”.
He went back to Dragon land and showed all the dragons his black polka dots.
Other dragons did not have any polka dots, so Donny said, “You too can have
some designs on your skin like I do.”
(The End)
The moral is, you can have
designs on your body.
সেই ড্রাগনটার গপ্পো যে পোলকা ডট
চেয়েছিল
গপ্পো লেখা ও আঁকা: ঐশিক (নিমো)
বয়স: সাড়ে ছয়
ভাবানুবাদ: সুস্মিতা
এক ছিল ড্রাগন, তার নাম
ডনি। ডনি সারাদিন ড্রাগনল্যান্ডের আকাশে উড়ে বেড়াত। কিন্তু একদিন ডনি উড়তে গিয়ে
ড্রাগনল্যান্ড থেকে বেশ কিছুটা দূরে চলে গেল। আকাশে উড়তে উড়তে অনেকটা নিচের দিকে
চেয়ে দেখল দু’খানা
লেডিবাগ ঘুরে বেড়াচ্ছে। একজনের নাম টেরি আর অন্যজন হল জিম। টেরি হল ছোটো আর জিম
হল গিয়ে বড়ো। ডনি ড্রাগন টেরিকে ‘হাই’ বলল কিন্তু জিমের সঙ্গে কথা বলার
আগেই সকলে দেখল দুটো প্রজাপতি ওদের দিকেই উড়ে আসছে। একজনের নাম টিম আর অন্যজনের
নাম আইরিশ। আইরিশ সবার চেয়ে বড়ো। আইরিশ আবার নাকি কলেজেও যায়
পড়াশোনা করতে। নতুন নতুন জিনিস শিখতে জানতে সে খুব ভালোবাসে।
জনি দেখল দু’জন লেডিবাগ, দু’জন প্রজাপতি
সকলেরই লাল রঙের ডানায় কালো রঙের গোল গোল পোলকা ডট আঁকা আছে। শুধুমাত্র ডনির নিজের
লাল ডানাতেই কোনো পোলকা ডট নেই। সেই দেখে তো ডনির বেজায়
মন খারাপ হল। সে তখন অন্যদের বলল, “ও মা! তোমাদের লাল ডানায় কেমন সুন্দর
কালো পোলকা ডট আছে। আমাকেও তোমরা ওরকম পোলকা ডটের ব্যবস্থা করে দিতে পারো?”
ডনির কথা শুনে ওর সব বন্ধুরা
বলল, “নিশ্চয়ই!
আমরা এক্ষুনি গিয়ে কালো রঙ আর তুলি নিয়ে আসছি। তোমার লাল গায়ে দেখ না কেমন তুলি
চুবিয়ে কালো বুটি করে দিই।”
যেমনি কথা তেমনি কাজ।
ডনি ড্রাগন তো মহা খুশি হয়ে
সক্কলকে ‘ধন্যবাদ
বন্ধু’ বলে
উঠল। তারপর সে ফিরে গেল ড্রাগনল্যান্ডে। ড্রাগনল্যান্ডের অন্য সব ড্রাগনরা তো ডনির
গায়ের কালো পোলকা ডট দেখে ভারি অবাক হল। তাদের গায়ে তো কোনো পোলকা ডট নেই। ডনি তখন তাদের বলল, “কুছ পরোয়া নেহি! তোমরাও চাইলে গায়ে
আমার মতো নকশা করতেই পারো!”
(সমাপ্ত)
মরাল অফ দ্য স্টোরি: চাইলেই তুমি
বাপু গায়ে নকশা আঁকতেই পারো।
----------
No comments:
Post a Comment