ছড়া-কবিতা:: বাংলা ভাষার খোঁজে - সৌরভ চাকী


বাংলা ভাষার খোঁজে
সৌরভ চাকী

রবি ঠাকুর বললে আমায়
নেড়ে মস্ত দাড়ি
‘ভাবছি এবার ভিনগ্রহেতে
দেবই দেব পাড়ি।’

শুধাই তাঁরে, ‘কী অপরাধ
করেছি যে বড়ো,
গুরুদেবের মনের মাঝে
ভাবনা এমনতরো?’

বললে তিনি কানে কানে
মুচকি একটু হেসে,
‘মনের দুঃখ বলছি খুলে
তোরেই ভালোবেসে।

‘গীতাঞ্জলি লিখে নোবেল
পেলুম কষ্ট করে
পারলি না তো রাখতে ধরে
নিয়েই গেল চোরে।

‘গান বেঁধেছি কতই নানা
নিজের দেওয়া সুরে
এখন দেখি সব ব্যাটারাই
দিচ্ছে রিমিক্স জুড়ে।

'ইংরাজি আর হিন্দিতে আজ
আমবাঙালি মজে
তাই তো যাব দূর গ্রহেতে
বাংলা ভাষার খোঁজে।’
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment