ছড়ার ডাক
শ্যামাচরণ কর্মকার
এই খোকা, তুই ছড়া
পড়িস? পড়িস
ছড়ার বই?
খোকা শুনে বলল, ওসব পড়ার
সময় কই?
স্কুলের পড়া, বাড়ির পড়া, পড়া কি আর
কম?
সকাল-বিকেল টিউশানে যাই বই পড়ি হরদম।
কিন্তু ছড়া ভালোবাসি ছড়া যখন ডাকে
বই রেখে দিই, ডাকলে ছড়া মন কি পড়ায় থাকে?
কিছু ছড়ার গন্ধ মাখি পাঠ্য বইয়ের
পড়ায়
মন ভরে কি একটা-দুটোয়? ছড়ার খুশি ছড়ায়?
ছড়ার মজা, ছড়ার খুশি, ছড়ার ছন্দ ভুলি
এত্ত ছড়ার বই আছে তাও ক’জন হাতে তুলি?
আদ্যিকালের ছড়ায় ভরে আজও বইয়ের পাতা
সেকাল-একাল ছড়ার ফুলে এক সুতোতে গাঁথা।
পাতায় পাতায় মুক্তো-মানিক, পান্না-চুনি-হিরে
শিশুর মনে দোলা দিতে পড়া আসুক ফিরে।
ছড়া অযুত, ছড়া নিযুত, ছড়া হাজার-লাখ
ছড়া সবার বন্ধু হয়ে বুকটা জুড়ে থাক।
কত্ত ছড়া ছড়িয়ে আছে গাঁয়ের পথে-ঘাটে
আম-জাম-বট-কাঁঠাল-লিচু, সবুজ ধানের মাঠে।
ছড়া আছে শিশিরফোঁটায়, ঘাসে, লতায়-পাতায়
ছড়া আছে চাঁদের আলোয় বাঁশবাগানের মাথায়।
ছড়া আছে ঝরনা-পাহাড়-সাগর-নদীর কূলে
ছড়া আছে আগান-বাগান, রঙবেরঙের ফুলে।
ছড়া ভাসে সোনা রোদে, ভোরের সূর্য ওঠায়
ছড়া আছে মেঘের গায়ে এবং বৃষ্টিফোঁটায়।
ছড়া আছে হাতের কাছেই, কাছেই ছড়াপুর
তবু তাকে যায় না ছোঁয়া, আলোকবর্ষ দূর।
শুনেই ছড়া বলল, খোকা, ঠিক বলেছিস ঠিক
আমরাও চাই সবাই এসে ছড়ার গন্ধ নিক।
তোদের দেখে ডাক দিয়ে যাই অপেক্ষাতে থাকি
পড়বি বলে কত্ত ছড়া রোজ সাজিয়ে রাখি
বইয়ের পড়ার পাশাপাশি বাসিস আমায় ভালো
আসবি তো সব? ডাকব তবে, আসব কিন্তু কালও।
বলল খোকা, এসো বন্ধু, পড়ব পড়ার ফাঁকে
ছড়ার ছন্দে দুলিয়ে দিও আমায়, আমার মাকে!
----------
শ্যামাচরণ কর্মকার
কিন্তু ছড়া ভালোবাসি ছড়া যখন ডাকে
বই রেখে দিই, ডাকলে ছড়া মন কি পড়ায় থাকে?
মন ভরে কি একটা-দুটোয়? ছড়ার খুশি ছড়ায়?
এত্ত ছড়ার বই আছে তাও ক’জন হাতে তুলি?
সেকাল-একাল ছড়ার ফুলে এক সুতোতে গাঁথা।
পাতায় পাতায় মুক্তো-মানিক, পান্না-চুনি-হিরে
শিশুর মনে দোলা দিতে পড়া আসুক ফিরে।
ছড়া অযুত, ছড়া নিযুত, ছড়া হাজার-লাখ
ছড়া সবার বন্ধু হয়ে বুকটা জুড়ে থাক।
কত্ত ছড়া ছড়িয়ে আছে গাঁয়ের পথে-ঘাটে
আম-জাম-বট-কাঁঠাল-লিচু, সবুজ ধানের মাঠে।
ছড়া আছে শিশিরফোঁটায়, ঘাসে, লতায়-পাতায়
ছড়া আছে চাঁদের আলোয় বাঁশবাগানের মাথায়।
ছড়া আছে ঝরনা-পাহাড়-সাগর-নদীর কূলে
ছড়া আছে আগান-বাগান, রঙবেরঙের ফুলে।
ছড়া ভাসে সোনা রোদে, ভোরের সূর্য ওঠায়
ছড়া আছে মেঘের গায়ে এবং বৃষ্টিফোঁটায়।
ছড়া আছে হাতের কাছেই, কাছেই ছড়াপুর
তবু তাকে যায় না ছোঁয়া, আলোকবর্ষ দূর।
শুনেই ছড়া বলল, খোকা, ঠিক বলেছিস ঠিক
আমরাও চাই সবাই এসে ছড়ার গন্ধ নিক।
তোদের দেখে ডাক দিয়ে যাই অপেক্ষাতে থাকি
পড়বি বলে কত্ত ছড়া রোজ সাজিয়ে রাখি
বইয়ের পড়ার পাশাপাশি বাসিস আমায় ভালো
আসবি তো সব? ডাকব তবে, আসব কিন্তু কালও।
বলল খোকা, এসো বন্ধু, পড়ব পড়ার ফাঁকে
ছড়ার ছন্দে দুলিয়ে দিও আমায়, আমার মাকে!
----------
ছবি - দ্বৈতা হাজরা গোস্বামী
বাহ্। বেশ লাগল...
ReplyDelete