ছড়া-কবিতা:: শরৎ সকাল - সঞ্জয় কর্মকার


শরৎ সকাল
সঞ্জয় কর্মকার

শরৎ সকাল শিউলি ঝরে আকাশ-সাগর নীল
বাতাস দোলায় পদ্ম-শালুক শান্ত নদী বিল

শরৎ সকাল কাশের বনে সমুদ্র ঢেউ খেলে
বক-শালিক আর শঙ্খচিলে মুক্ত ডানা মেলে

শরৎ সকাল ছুটির খুশি নেই ভোরে ইশকুল
মন ছুঁয়ে যায় ঢাকের কাঠি দূর থেকে বিলকুল

শরৎ সকাল ইচ্ছেভেলায় হারায় শিশুমন
হাতছানি ডাক পাহাড় চূড়োর নেই কোনো বন্ধন

শরৎ সকাল পোশাক নতুন গন্ধে মাতোয়ারা
আলোর সাজে ছড়ায় মায়া নগর-গ্রাম আর পাড়া

শরৎ সকাল তফাৎ ঘোচায় গরিব-বড়োলোকে
অলীক সুখের রোদ মেখে নেয় স্বপ্ন বিভোর চোখে
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment