ঠাম্মা
নীলাঞ্জনা মল্লিক
তোমার বাগান, পুঁইয়ের মাচা
সবজি শাকে ঠাসা
বলতে তুমি, “ঝোল খেতে হয়
বুদ্ধি হবে খাসা।”
তোমার দুপুর টুনটুনি
আর উপেন্দ্রকিশোর;
অঙ্ক কষার খাতায় লাগে
তেপান্তরের ঘোর
তোমার ঘরে সন্ধেবাতি
বানান লেখার খাতা
ছড়ার সুরে ছন্দ মেলায়
মিষ্টি পানের পাতা
তোমার ছাদে কুলের আচার,
নরম রোদের স্নান;
রাতের ঘুমে মামদো মেছোর
আজব গলায় গান
এখন তুমি ফ্রেমের ভেতর
ঈশান কোণের ঘরে।
তোমায় ছোঁয়া’র অ্যাপ কি আছে
স্মার্টফোনে প্লে স্টোরে?
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment