সেই পাখিটা
রূপসা ব্যানার্জী
সেই পাখিটা জাগে,
সূর্য ওঠার আগে -
ঠিক যে সময় পুব আকাশে
লালের ছোঁয়া লাগে।
সেই পাখিটা ভোরে -
পাতলা ডানার জোরে
শান্ত হাওয়ায় এদিক ওদিক
ফুরফুরিয়ে ওড়ে।
সেই পাখিটার গানে,
আলাপ এবং তানে
ঘুমভাঙানি সোনার কাঠির
ছোঁয়াচ লাগে প্রাণে।
সেই পাখিটা ভেজে -
জলের ফোঁটায় সেজে;
বর্ষা-মেয়ের পায়ের নূপুর
যখন ওঠে বেজে।
সেই পাখিটা আসে,
আমার ঘরের পাশে।
খাবার দিলে দুলিয়ে মাথা
খুশির হাসি হাসে।
সেই পাখিকে ধরে,
বন্ধ খাঁচায় ভরে
রাখতে যে মন চায় না আমার
ককখনো জোর করে।
তাই সে গাছের ডালে -
থাকুক নিজের তালে;
ইচ্ছে হলে বসুক কাঁধে,
চুম দিয়ে যাক গালে।
----------
রূপসা ব্যানার্জী
লালের ছোঁয়া লাগে।
শান্ত হাওয়ায় এদিক ওদিক
ফুরফুরিয়ে ওড়ে।
ঘুমভাঙানি সোনার কাঠির
ছোঁয়াচ লাগে প্রাণে।
যখন ওঠে বেজে।
খাবার দিলে দুলিয়ে মাথা
খুশির হাসি হাসে।
রাখতে যে মন চায় না আমার
ককখনো জোর করে।
ইচ্ছে হলে বসুক কাঁধে,
----------
ছবি - আন্তর্জাল
খুব সুন্দর ছড়া
ReplyDeleteঅনেক ধন্যবাদ দাদা 🙏
Delete