প্রবন্ধ:: হারানো ট্রয় নগরীর খোঁজ: এক নাছোড় জার্মানের বিতর্কিত ইতিবৃত্ত - সম্রাট লস্কর

হারানো ট্রয় নগরীর খোঁজ:
এক নাছোড় জার্মানের বিতর্কিত ইতিবৃত্ত
সম্রাট লস্কর

বিশ্বজুড়ে যে সব মহাকাব্যের কথা আমরা জানি — ‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘গিলগামেশ’, ‘ওডিসি’, ‘ইনিড’, ‘বেউল্ফ’, ‘নিবালাঙ্গেনলিডবাদিভিনা কমেদিয়াতাদের সবার থেকেইইলিয়াডএকটি বিশেষ কারণে পৃথক আর কোনো মহাকাব্যই কোনো নগরীর বা সভ্যতার নামে নামাঙ্কিত নয়, কিন্তু আনুমানিক খ্রিস্টপূর্ব নবম শতকে ইলিয়াডরচনা করার সময় গ্রিক মহাকবি হোমার তাঁর মহাকাব্যের নামাঙ্করণ করেন ইলিয়ন বা ট্রয় নগরীর নামটি নিয়ে হোমার আদৌ এই কাব্যটি লিখেছিলেন কিনা, লিখলেও ঠিক কোন সময়ে লিখেছিলেন, লেখার আগে কতদিন এটি বংশপরম্পরায় oral literature হিসেবেই শুধু বেঁচে ছিল, এসব নিয়ে অনেক তর্ক-বিতর্ক থাকলেও আমরা তার মধ্যে আর ঢুকব না আমাদের আগ্রহ এখানে ইলিয়ন বা ট্রয় নগরীটি নিয়ে যেটা এই মহাকাব্যের কেন্দ্রিয় চরিত্র হয়ে দাঁড়িয়েছে অথচ এই মহাকাব্যে কেন্দ্রিয় চরিত্র হওয়ার মতো মানব চরিত্রের অভাব ছিল না আকিলিস, হেক্টর, হেলেন, অ্যাগামেমনন, প্যারিস, প্রিয়াম, ইউলিসিস, কাসান্দ্রা সবাই যেন ট্রয়ের গুরুত্বের তুলনায় ফিকে মহাকাব্যের কবি ট্রয়ের বর্ণনা দিতে জানিয়েছেন যে এই নগরী ছিল সুগঠিত, পুরু প্রাচীর ঘেরা, দুর্ভেদ্য অ্যাগামেমননের নেতৃত্বে সব গ্রিক রাজন্যরা মিলেও এই নগরী দশ বছরের আগে জয় করতে পারেননি; তার জন্যও তাঁদের প্রয়োজন হয় ট্রোজান ঘোড়া নিয়ে কাপট্যের ট্রয় অবশেষে ধ্বংস হয় হারিয়ে যায় এক নগরী, এক সভ্যতা
সত্যিই কি হয়েছিল গ্রিস আর ট্রয়ের মধ্যে এরকম কোনো যুদ্ধ? ট্রয় নগরীর কি বাস্তবে কোনো অস্তিত্ব ছিল? প্রাচীন গ্রিক রোমানেরাইলিয়াডওডিসি’-কে মহাকাব্য নয়, ইতিহাস হিসেবেই গণ্য করতেন আনাতোলিয়ার ট্রোয়াড উপদ্বীপের একটি অংশ তো দীর্ঘকাল ট্রয় নগরী হিসেবেই নির্দেশিত হত আলেকজান্ডার সেখানে গিয়ে আকিলিস আর পেট্রোক্লাসের সমাধিতে সম্মানও জানিয়ে এসেছিলেন এটাও মনে করা হত যে ট্রোজান যুদ্ধ খ্রিস্টপূর্ব ত্রয়োদশ থেকে দ্বাদশ শতকের কোনো এক সময়ে সংঘটিত হয়েছিল কিন্তু তারপরে দীর্ঘদিন ঐতিহাসিকেরা ট্রোজান যুদ্ধ ট্রয় নগরীকে কবির কল্পনা হিসেবেই উড়িয়ে দিতেন বস্তুনিষ্ঠ ইতিহাসে কবির কল্পনার কোনো স্থান নেই অতএব, সাধারণ মানুষের বিশ্বাসে বেঁচে থাকলেও ট্রয় হারিয়ে গেল সৌভাগ্যক্রমে চিরতরের জন্য নয়; ঊনবিংশ শতাব্দীতে মহাকাব্যের ট্রয়কে (প্রায়) নিশ্চিতভাবে খুঁজে পাওয়া গেল পশ্চিম তুরস্কের হিসারলিকে আর এই যুগান্তকারী সন্ধানের সঙ্গে জড়িয়ে আছে এক জার্মান শৌখিন প্রত্নতত্ত্ববিদ হাইনরিখ স্লিম্যানের নাছোড় প্রচেষ্টা অবশ্যই এই আবিষ্কারের পুরো কৃতিত্ব স্লিম্যানকে দেওয়া যায় না; তাঁর কাজকর্মের পদ্ধতিও ছিল রীতিমতো বিতর্কে ভরা আবার এটাও অস্বীকার করা যায় না যে এই নাছোড় জার্মান না থাকলে হিসারলিকের সঙ্গে ট্রয়ের যোগাযোগ এত নিশ্চিতভাবে সাধিত করা যেত না স্লিম্যানের ট্রয় খোঁজার আর অবশেষে তা খুঁজে পাওয়ার সত্য কাহিনিই এখানে বলব
হাইনরিখ স্লিম্যানের জন্ম ১৮২২ সালে, জার্মানির ন্যুবুকাও শহরে ছোটোবেলায় যাজক পিতার থেকেইলিয়াডআরওডিসি’- গল্প শুনেই তাঁর এই দুই মহাকাব্য নিয়ে আগ্রহ জন্মায় অবশ্য মায়ের মৃত্যু, পারিবারিক আর্থিক দুরবস্থা তাঁর শৈশবের স্বাভাবিক গতিকে রুদ্ধ করে কৈশোর শেষ হতে না হতেই ব্যাবসা শুরু করতে হয় যা তাকে নিয়ে আসে আমস্টারডামে নেদারল্যান্ডের এই শহরে এসে ডাচ ভাষা যে শিখতে হবে সেটা তো স্বাভাবিক, কিন্তু এক বছরের মধ্যে তিনি শিখে ফেললেন স্প্যানিশ, ইটালিয়ান, পর্তুগিজ আর রাশিয়ান ভাষাও স্লিম্যান পরে বলেছিলেন যে কোনো নতুন ভাষা শিখতে তাঁর ছয় সপ্তাহ মতো সময় লাগে ব্যাবসার কাজও অবশ্য থেমে ছিল না কখনও আমেরিকায় গিয়ে ব্যাংক শুরু করছেন, কখনও বা রাশিয়া এসে অস্ত্রব্যাবসা করছেন এই অস্ত্রব্যাবসাতেই স্লিম্যানের বরাত খুলে গেল এতটাই সাফল্য আর অর্থ এল যে মাত্র ছত্রিশ বছর বয়সেই তিনি ব্যাবসা থেকে অবসর নিতে পারলেন প্যারিসে গিয়ে প্রাচীন গ্রিক ল্যাটিন ভাষাও শিখে নিলেন গ্রিক ভাষারইলিয়াডপড়া শেষ করলেন তিন মাসে তারপরওডিসি শুধু পড়লেনই না, বিশ্বাস করলেন মহাকাব্যের প্রায় প্রতিটি কথা জিউস, আথেনা, অ্যাপোলো সত্য না হতে পারে; কিন্তু সত্য হেলেনের অপহরণ, আকিলিস-হেক্টরের দ্বৈরথ আর অবশ্যই ট্রয় নগরী যা হারিয়ে গেছে ইতিহাসের পাতা থেকে তাকে আবার খুঁজে বের করতে হবেই অগাধ অর্থ আর ট্রয় খুঁজে বের করার অদম্য ইচ্ছার মিলিত শক্তি স্লিম্যানের পরবর্তী পেশা ঠিক করে দিলঅ্যামেচার প্রত্নতত্ত্ববিদ

হাইনরিখ স্লিম্যান (১৮২২-১৮৯০)
অবশ্য ট্রয় খোঁজার আগেই তিনি প্রথমে ছুটলেনওডিসি’- ডাকে ১৮৬৮-তে গ্রিসের পশ্চিম ঊপকূলে ইথাকাতে গিয়ে অনুসন্ধান শুরু করলেন ইউলিসিসের প্রাসাদের মহাকাব্য অনুসারে ইথাকাই ছিল ইউলিসিসের রাজ্য এখান থেকেই জাহাজে চেপে ইউলিসিস ট্রোজানদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন; যুদ্ধজয়ের পর নানান অ্যাডভেঞ্চার শেষে এখানেই আবার ফিরে এসেছিলেন সেই ইউলিসিসের প্রাসাদ না খুঁজে পেলেও দমে যাননি স্লিম্যান; ইথাকা থেকে মর্মর সাগরে পেরিয়ে চললেন ট্রয়ের খোঁজে; সঙ্গে অবশ্যইইলিয়াড স্লিম্যানের বিশ্বাস সেখানেই আছে ট্রয় নগরী খুঁজে পাওয়ার সূত্র
এর মধ্যেই ১৮৬৯ সালে জার্মানির রস্টক বিশ্ববিদ্যালয় থেকে স্লিম্যান পেয়ে গেছেন ডক্টরেট উপাধি; ইথাকা ট্রয় নিয়ে তাঁর লেখা থিসিসে তিনি জানান যে তুর্কির হিসারলিক পাহাড়েই আছে ট্রয়ের ধ্বংসাবশেষ অন্যদের থেকে ধার করা এই তথ্য লিখে পিএইচডি এল বটে কিন্তু তিনি নিজেও সেই তথ্যকে খুব একটা গুরুত্ব দেননি প্রথমে সেই সময় অনেকেরই বিশ্বাস ছিল তুর্কির বালি দাঘের কাছে পিনারবাসি পাহাড়ের নিচেই নাকি পাওয়া যাবে প্রাচীন ট্রয় নগরী স্লিম্যান বালি দাঘে এলেন বটে, কিন্তু পিনারবাসি পাহাড় সার্ভে করে খুশি হলেন না একেবারেই ফিরেই যাচ্ছিলেন হতাশ হয়ে যদি না তাঁর সঙ্গে দেখা হয়ে যেত আরেক শৌখিন প্রত্নতত্ত্ববিদ ফ্র্যাঙ্ক ক্যালভার্টের হিসারলিক পাহাড়ের নিচেই ট্রয় লুকিয়ে আছেএই বিশ্বাস ক্যালভার্টের এতটাই তীব্র ছিল যে তিনি ওই পাহাড়ের কাছে কিছুটা জমিও কিনে রেখেছিলেন খননকার্য শুরু করা যায়নি অর্থের অভাবে এই অবস্থায় স্লিম্যানের মতো ধনকুবের প্রত্নতত্ত্ববিদকে সামনে পেয়ে এই সুযোগ ক্যালভার্ট হারাতে চাইলেন না বেশি বোঝাতে হল না, স্লিম্যান রাজি হয়ে গেলেন হিসারলিকে খননকার্য শুরু করতে এপ্রিল ১৮৭০ খোঁড়াখুড়ির কাজ শুরু হয় ১৮৭২ সালে পাওয়া যায় একটা প্রাচীরের অবশিষ্টাংশ, স্লিম্যান যাকে নির্দ্বিধায় দাগিয়ে দেন ট্রয়ের সেই দুর্ভেদ্য প্রাচীরের অংশ হিসেবে ১৮৭৩-এর জুনে খুঁজে পাওয়া যায় সোনার অলঙ্কার অন্যান্য মুল্যবান সামগ্রী স্লিম্যান খোঁড়াখুড়ির কাজ বন্ধ করে অলঙ্কারগুলো গোপনে নিয়ে চলে এলেন গ্রিসে রীতিমতো বেআইনি ব্যাপার তাঁর মতে তিনি খুঁজে পেয়েছেন প্রিয়ামের কিংবদন্তি রত্নভাণ্ডারের একটা অংশ স্লিম্যানের গ্রিক পত্নী সোফিয়া গয়নাগুলো পরে হেলেন সাজলেন সুন্দর লাগল বটে কিন্তু ঐতিহাসিকেরা জানিয়ে দিল যে প্রিয়ামের উপস্থিতি যদি সত্যিও হয়েও থাকে, এই অলঙ্কারগুলো তার অন্তত হাজার বছর আগেকার সময়েরইলিয়াড’-এর ইলিয়ন খুঁজতে গিয়ে স্লিম্যান তাকে পেরিয়ে আরও গভীরে চলে গেলেন ওই একইরকম ভুল তিনি আবার করবেন বছর তিনেক বাদে মাইসিনিতে খননকার্য চালানোর সময় একটা স্বর্ণমুখোশ পাওয়া যেতেই স্লিম্যান দাবি করে বসেন যে এটা স্বয়ং অ্যাগামেমননের স্বর্ণমুখোশ বলাই বাহুল্য, তাঁর এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়

উইলিয়াম সিম্পসনের জল রংয়ে আঁকা ‘Excavations at Hissarlick’ (১৮৭৭)
সালঙ্কারা সোফিয়া স্লিম্যানের বিখ্যাত সেই ছবি
ট্রয়ের কথায় ফেরা যাক ক্যালভার্ট স্লিম্যান কেউ- পেশাদার প্রত্নতত্ত্ববিদ ছিলেন না; প্রত্নতত্ত্বে তাঁদের আসা অ্যাকাডেমিয়ার ডিসিপ্লিনের মাধ্যমে নয় তার ওপর স্লিম্যান ছিলেন জাত রোম্যান্টিক ট্রয় খুঁজে পাওয়ার নেশায় তিনি দ্রুত ঢুকে পড়তে চেয়েছেন গভীরে উনি ভাবলেনই না যে প্রত্নতাত্ত্বিক খননকার্যের কিছু প্রাথমিক নিয়ম-কানুন আছে কোনো সভ্যতা ধ্বংস হলে কিছু সময় পর তার ওপরেই গড়ে ওঠে নতুন সভ্যতা, সেইটাও যখন পরিত্যক্ত হয় আরেকটা সভ্যতা তার জায়গা নেয় এই ধারা স্বাভাবিক ইতিহাসের ধারা পরবর্তীকালে পুরাতাত্ত্বিকরা হিসারলিকের নিচে নয়টি এরকম স্তর খুঁজে পেয়েছেনট্রয়- সবচেয়ে প্রাচীন, আদি ব্রোঞ্জ যুগের মানে মোটামুটি খ্রিস্টপূর্ব তিন হাজার বছরের সময় এই নগরী বা সভ্যতার অস্তিত্ব ছিল; ট্রয়- আন্দাজ ৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত জমজমাট ছিল মহাকাব্যে বর্ণিত ট্রয় নগরী সম্ভবত ট্রয়- (মতান্তরে ট্রয়-) ব্রোঞ্জ যুগের শেষ দিক মানে খ্রিস্টপূর্ব ১৭৫০-১১৮০ এই সময়টাতে ট্রয়ের প্রতিপত্তি যথেষ্টই বেড়ে যায় ট্রয়--এর ধ্বংসাবশেষে দেখা যায় পুরু দেয়াল, চওড়া দরজা, অনেক স্তম্ভ মহাকাব্যিক না হলেও আন্দাজ পাওয়া যায় এই নগরী অনেকটাই বিশাল ছিল কিন্তু স্লিম্যান এই ট্রয়- লক্ষই করলেন না খুঁড়তে খুঁড়তে পৌঁছে গেলেন ট্রয়-- সেটাকেই হোমারের ট্রয় বলে উল্লাস শুরু করলেন আর তাড়াহুড়োতে ক্ষতি করলেন ওপরের স্তরগুলোর অনিচ্ছাকৃত হলেও এটা এক রকমের ভ্যান্ডালিজমই বটে

ট্রয়--এর পূর্ব দিকের গেট প্রাচীর

স্লিম্যানকে নিয়ে তাই বিতর্কের শেষ নেই সমসাময়িক ঐতিহাসিক আর প্রত্নতত্ত্ববিদেরা স্লিম্যানকে পাত্তা দিতে চাননি একেবারেই বিখ্যাত জার্মান প্রত্নতত্ত্ববিদ আর্নস্ট কার্টসিউস তো স্লিম্যানকে ঠাট্টার পাত্র বানিয়ে ছেড়েছিলেন ভুল পদ্ধতিতে খননকার্য করা, বারে বারে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, অন্যের কৃতিত্বকে আত্মসাৎ করা (হিসারলিকে খননকার্য শুরু করার ব্যাপারে ক্যালভার্টের ভূমিকা চেপে দেওয়ার চেষ্টা তার একটা উদাহরণ) —স্লিম্যানের ভুলের সংখ্যা কম নয় আবার এও ঠিক যে এই রোম্যান্টিক জার্মান প্রত্নতত্ত্ববিদ না থাকলে ট্রয় নগরীর অবস্থান খুঁজতে আরও অনেক দেরি হত ক্যালভার্টের দেখানো পাহাড়ে স্লিম্যান সেই যে খননকার্য শুরু করালেন, তা এখনও চলছে তুর্কির প্রত্নতত্ত্ববিদেরা যত্নের সঙ্গে চালিয়ে যাচ্ছেন তাঁদের কাজ ট্রয়--এর নিচে পাওয়া গেছে ট্রয়- স্লিম্যানের উত্তরাধিকার তাই শেষ হয়নি তবে স্লিম্যান যেভাবেইলিয়াড’-কে ধ্রুবসত্য বলে মেনে নিয়েছিলেন, আধুনিক ঐতিহাসিকেরা সেই ভুল করেন না দিল্লির পুরানী কিল্লায় মহাভারতের ইন্দ্রপ্রস্থের চিহ্ন খুঁজতে যাওয়া উইলিয়াম ড্যালরিম্পলকে যেমন ভারতীয় ঐতিহাসিক বি বি লাল জানান যে মহাভারতের যুগের অনেক জিনিসের অবশিষ্টাংশ এখানে পাওয়া গেলেও মহাকাব্যে বর্ণিত ইন্দ্রপ্রস্থকে এখানে পাওয়া যাবে না কারণ “The Indraprastha of the Mahabharata …was basically created by the pen of a poet” একই কথাইলিয়াডবাওডিসি’- ক্ষেত্রেও প্রযোজ্য বাস্তবের ট্রয় আর মহাকাব্যের ট্রয়ের মধ্যে পার্থক্য থাকবেই

লেখাটা এখানেই শেষ করা যেত কিন্তু একটা লেজুড় না যোগ করে পারলাম না প্লেটো উল্লিখিত হারিয়ে যাওয়া আটলান্টিস নিয়ে একটা প্রবন্ধ প্রকাশিত হয় ১৯১২ সালে, নাম ‘How I found the Lost City Atlantis, The Source of All Civilization’ লেখক জানান যে তাঁর স্বর্গীয় পিতামহ সিলমোহর করা এক খামে আটলান্টিস নিয়ে কিছু জরুরি তথ্য রেখে যান এই তথ্যগুলো লেখকের পিতামহ পেয়েছিলেন ট্রয় নগরীর ধ্বংসাবশেষে খোঁড়াখুড়ির সময় প্রবন্ধ লেখকের নাম পল স্লিম্যান আর হ্যাঁ তাঁর পিতামহের নাম হাইনরিখ স্লিম্যান কী সেই তথ্য যা হাইনরিখ রেখে গিয়েছিলেন, আটলান্টিস কি সত্যিই খুঁজে পাওয়া গিয়েছিল, সেও এক কাহিনি বটে সুযোগ পেলে অন্য কোনো সময় শোনানো যাবে হারানো আটলান্টিসের সেই চমকপ্রদ ইতিবৃত্ত

তথ্যসূত্র:
)হারানো ট্রয়ের খোঁজে’, রাঘব বন্দ্যোপাধ্যায়, পাক্ষিক আনন্দমেলা, জুলাই ১৯৮৭
) ‘হারানো আটলান্টিস’, অরূপরতন ভট্টাচার্য, পাক্ষিক আনন্দমেলা, জুলাই ১৯৮৭
) City of Djinns: A Year in Delhi, Wiiliam Dalrymple, New Delhi: Penguin Books, 2004
) ‘Heinrich Schliemann, the man who discovered Troy’, Sabine Oeleze, <https://www.dw.com/en/heinrich-schliemann-the-man-who-discovered-troy/a-18946144>. Date of Access: 8 August, 2021.
5) ‘The search for the lost city of Troy’, Alexander Villing and Lesley Fitton,
 Date of Access: 8 August, 2021.
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment